কোন দেশ সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করে?
২০২৭ সাল নাগাদ প্রতি স্মার্টফোনে বৈশ্বিক মোবাইল ডাটা ট্রাফিক মাসিক ৪২ গিগাবাইটে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে—যা ২০১৭ সালের চেয়ে ১৬ গুণ বেশি।
এর সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। বিশেষ করে মধ্য-আয়ের দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বেশি। যেমন, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে শুধু ভারতেই ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ বেড়েছে ১৭০ শতাংশ।
বিশ্বব্যাংকের ডিজিটাল প্রগ্রেস অ্যান্ড ট্রেন্ডস রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করা দেশগুলোর তালিকা প্রস্তুত করেছে ভিজুয়াল ক্যাপিটালিস্ট। ২০২২ সাল পর্যন্ত পাওয়া তথ্য এ র্যাঙ্কিংয়ে ব্যবহার করা হয়েছে।
সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করে যে দেশগুলো
ভিজুয়াল ক্যাপিটালিস্টের র্যাঙ্কিং অনুসারে, মোবাইল ডাটা ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউর্যাসাও। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটিতে মাসে মাথাপিছু ১৩১.৩ গিগাবাইট (জিবি) মোবাইল ডাটা ব্যবহার করা হয়—যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। যুক্তরাষ্ট্রে মাসে মাথাপিছু মোবাইল ডাটা ব্যভারের পরিমাণ ১৩.৪ গিগাবাইট।
বেশ কয়েকটি কারণে মোবাইল ডাটা ব্যবহারে অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে মাত্র ১ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কিউর্যাসাও। কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ২০২২ সালে দেশটিতে ১০ লাখের বেশি পর্যটকের আগমন, প্রতিযোগিতামূলক মোবাইল ডাটা প্ল্যান এবং ফিক্সড-লাইন টেলিযোগাযোগ ব্যবস্থা ও ব্রডব্যান্ড ইন্টারনেট কম থাকা।
উদাহরণস্বরূপ, ২০২১ সালে কিউর্যাসাওতে প্রতি ১০০ জনে মাত্র ২৮ জন ফিক্সড-লাইন নেটওয়ার্ক ব্যবহার করতেন। অন্যদিকে প্রতি ১০০ জনে ৮৮ জন ব্যবহার করতেন সেলুলার-মোবাইল পরিষেবা।
এছাড়া ডাটা সেন্টার ও ফাইবার অপটিক ক্যাবল অবকাঠামোর ঘনত্বের সুবাদে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ থাকা দেশগুলোর একটি হচ্ছে কিউর্যাসাও।
মোবাইল ডাটা ব্যবহারে দ্বিতীয় স্থানে রয়েছে তেলসমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে মাসে মাথাপিছু ৮৩.৯ গিগবাইট মোবাইল ডাটা ব্যবহার করা হয়।গত কয়েক বছরে কুয়েতের টেলিকম শিল্প ব্যাপক উন্নতি করেছে। দেশটির ৯৭ শতাংশ মানুষ এখন ফাইভজি ব্যবহার করতে পারছে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রাফিক জরিমানা ও আদালতের তারিখ ফেলার সুযোগ করে দিতে মোবাইল প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক বিনিয়োগ করেছে কুয়েত সরকার।
মোবাইল ডাটা ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ সুরিনাম। সুরিনামে মাসে মাথাপিছু ৭২.৭ গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করা হয়।
মোবাইল ডাটা ব্যবহারের দিক থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থান রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, লাটভিয়া, সৌদি আরব ও এস্তোনিয়া। আর অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে বাহরাইন, অস্ট্রিয়া ও লিথুয়ানিয়া।
ইউরোপে শীর্ষ মোবাইল ডাটা ব্যবহারকারী দেশ ফিনল্যান্ড। দেশটি মাসে মাথাপিছু ৫৯.১ গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করে। ফিনল্যান্ড টেলিযোগাযোগ খাতে অত্যন্ত উন্নত। পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম সিক্সজি নেটওয়ার্কও ফিনল্যান্ডই শুরু করেছে সবার আগে।
অবস্থান | দেশ | মাসে মাথাপিছু মোবাইল ডাটা ব্যবহার (গিগাবাইট) |
১ম | কিউর্যাসাও | ১৩১.৩ |
২য় | কুয়েত | ৮৩.৬ |
৩য় | সুরিনাম | ৭২.৭ |
৪র্থ | ফিনল্যান্ড | ৫৯.৬ |
৫ম | লাটভিয়া | ৫২.৭ |
৬ষ্ঠ | সৌদি আরব | ৪৪.২ |
৭ম | এস্তোনিয়া | ৪২.৪ |
৮ম | বাহরাইন | ৪১.৬ |
৯ম | অস্ট্রিয়া | ৩৫.১ |
১০ম | লিথুয়ানিয়া | ৩২.১ |