ভারতের লোকসভা নির্বাচন: তারকা প্রার্থীদের কারা এগিয়ে, কারা পিছিয়ে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/04/loksabha_1717479063442_1717479072787.jpeg)
ভারতে সাত পর্বের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আজই নির্ধারণ হয়ে যাবে এবার দিল্লির মসনদে বসছে কোন দল, সরকার গঠন করছে কারা।
এবারের নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। তারা কোন আসন থেকে প্রার্থী হয়েছেন, এখন পর্যন্ত তাদের কে এগিয়ে আর কে পিছিয়ে চলুন তা দেখে নেওয়া যাক:
কঙ্গনা রানাওয়াত
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। ২২ হাজার ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি।
অরুণ গোভিল
বিজেপি প্রার্থী অভিনেতা অরুণ গোভিল উত্তর প্রদেশের মিরাট কেন্দ্র থেকে এগিয়ে আছেন।
রবি কিষান
বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষানও গোরখপুর কেন্দ্র থেকে এগিয়ে আছেন।
পবন সিং ও রাজ বব্বর
গুরুগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী গায়ক, সুরকার ও অভিনেতা পবন সিং পিছিয়ে রয়েছেন। সেখানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অভিনেতা রাজ বব্বর।
রচনা বন্দোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়
রচনা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়ের তুলনায় পিছিয়ে থাকলেও সম্প্রতি হুগলি কেন্দ্র থেকে তিনি এগিয়ে রয়েছেন।
শত্রুঘ্ন সিনহা
আসানসোল থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
অগ্নিমিত্রা পাল ও অভিনেত্রী জুন মালিয়া
মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের থেকে বেশ অনেকটাই পিছিয়ে আছেন অভিনেত্রী জুন মালিয়া।
সায়নী ঘোষ
যাদবপুর কেন্দ্রে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ।
শতাব্দী রায়
বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শতাব্দী রায় সেখানে দেবতনু ভট্টাচার্যর থেকে এগিয়ে আছেন।
দীপক অধিকারী (দেব)
পশ্চিমবঙ্গে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন অভিনেতা দীপক অধিকারী (দেব)। তিনি আসনটিতে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন।
মনোজ তিওয়ারী
উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিনেতা মনোজ তিওয়ারী তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কানহাইয়া কুমারের চেয়ে এগিয়ে রয়েছেন।
হিমা মালিনি
মাথুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়ছে অভিনেত্রী হিমা মালিনি। তিনি আসনটিতে ২০১৪ ও ২০১৯ সালে টানা দুবার নির্বাচিত হয়েছেন।
সুরেশ গোপী
ত্রিশূর লোকসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন মালায়লাম অভিনেতা সুরেশ গোপী। তিনি তার আসনে এগিয়ে রয়েছেন।
সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান
পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি ওই আসনে বিরোধী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।