দিল্লি বিধানসভা নির্বাচন: বিজেপি-আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বুথফেরত জরিপে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/modi-20250107181404.jpg)
দিল্লি বিধানসভা নির্বাচনে কার হাতে ক্ষমতার চাবিকাঠি যাবে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
একাধিক এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী, বিজেপি বড় জয় পেতে পারে, যদিও আম আদমি পার্টি (আপ) তাদের সরকার টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী। ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি।
বিভিন্ন এক্সিট পোল অনুযায়ী, বিজেপি এবারের নির্বাচনে ভালো ফল করতে পারে।
উইপ্রিসাইড এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন, আপ ৪৬-৫২টি এবং কংগ্রেস মাত্র ১টি আসন।
ডিভি রিসার্চের সমীক্ষায় আপ ২৬-৩৪টি আসন এবং বিজেপি জোট ৩৬-৪৪টি আসন পাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে এখানে কংগ্রেসের সম্ভাবনা ০-১ আসন।
মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোল বলছে, আপ পেতে পারে ৪৪-৪৯টি আসন, বিজেপি ২১-২৫টি এবং কংগ্রেস ০-১টি আসন।
জেভিসির এক্সিট পোল বলছে, ৩৯ থেকে ৪৫ টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ এখানেও বিজেপির জয়জয়কারের আভাস রয়েছে। সমীক্ষা বলছে, আপ পেতে পারে ২২ থেকে ৩১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ০-২ টি আসন।
এখন পর্যন্ত প্রকাশিত ৭টি এক্সিট পোলের মধ্যে ৬টিতেই বিজেপির এগিয়ে থাকার আভাস রয়েছে।
এই প্রবণতা দেখে আপ নেতা সুশীল গুপ্তা বলেছেন, 'আমরা আগের তিনবারও এক্সিট পোল ভুল প্রমাণ করেছি। কেজরিওয়াল দিল্লির মানুষের জন্য কাজ করেছেন, আমরা এবারও সরকার গড়ব।'
তিনি আরও বলেন, 'বিজেপি যদি নিশ্চিত থাকত যে তারা সরকার গড়বে, তবে এত গুণ্ডামি করত না, এত ভুয়া ভোটও হতো না। আমরা জনতার রায়কে মানব, কারণ দিল্লির মানুষ সবসময় কেজরিওয়ালের পক্ষেই থাকেন।'
অন্যদিকে, বিজেপি এমপি হর্ষ মালহোত্রার দাবি, 'আমরা গত পাঁচ বছর ধরে আপের দুর্নীতির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি। এবার দিল্লির মানুষ বুঝতে পেরেছেন, কেজরিওয়াল অ্যান্ড কোম্পানি তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাই এবার দিল্লিতে বিজেপির সরকার আসবে।'
দিল্লি বিধানসভা নির্বাচনে মোট ৭০টি আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন। দিল্লির ভোটদানের হার ২০২০ সালে ছিল ৬২.৫৯ শতাংশ, আর ২০১৫ সালে ছিল ৬৭.১৩ শতাংশ।
দিল্লির ভোট ঘিরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সিভোটার, আইপিএসওএস, টুডেস চাণক্যের মতো সমীক্ষক সংস্থাগুলো এক্সিট পোলের তথ্য প্রকাশ করেছে।
এই নির্বাচনে মূলত আপ, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে। আপের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির হয়ে লড়ছেন প্রবেশ বর্মা, আর কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত।
শেষ পর্যন্ত দিল্লির মসনদ কার হাতে যাবে, তা জানতে অপেক্ষা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।