সবচেয়ে বেশি মানুষের প্রাণ নেওয়া ১০ প্রাণী
পৃথিবীতে আনুমানিক ১.২ মিলিয়ন প্রজাতির প্রাণী আছে, কিন্তু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কি? অথবা, আরও ভালোভাবে বলতে গেলে, কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে?
বিভিন্ন সিনেমা দেখে এবং মারাত্মক প্রাণীর আক্রমণে প্রাণ হারানোর গল্প শুনে মানুষ বন্য প্রাণীদের ভয় পান।
অনেক হলিউড চলচ্চিত্রে মানুষের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে সিংহ, সাপ বা কুমিরের মতো বৃহৎ প্রাণীকে দেখানো হয়। তবে, এদের অধিকাংশই মানুষের আশঙ্কার চেয়ে অনেক কম প্রাণঘাতী। যেমন ধরুন হাঙ্গরের কথাই বলা যাক।
ইপসোসের ২০১৫ সালের জরিপ অনুসারে, প্রায় অর্ধেক আমেরিকান বলেছিলেন, তারা হাঙ্গরকে 'সবচেয়ে বেশি ভয় পান'।
আর প্রায় ৪০% বলেছেন, তারা হাঙ্গরের ভয়ে সমুদ্রে সাঁতার কাটতে ভয় পান।
মজার বিষয় হলো, ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে হাঙরের আক্রমণে মাত্র ১১ জন মানুষের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স জানিয়েছে, সে হিসেবে হাঙরের চেয়ে মাথায় নারকেল পড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা বেশি।
কেন বলছি?
মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ বছরে (১৯৭০-২০০০ সাল) ১২ জন মানুষ হাঙ্গরের আক্রমণে মারা গিয়েছিল।
প্রতি বছর বিশ্বব্যাপী হাঙ্গরের আক্রমণে ১০ জন মারা যায়, অথচ মাথায় নারকেল পড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী ১৫০ জন মারা যায়।
যদিও হাঙর বা জলহস্তীর মতো বৃহত্তর প্রাণীকেই সম্ভাব্য ঘাতক বলে আপনার মনে হতে পারে। অথচ আশ্চর্যজনকভাবে, পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীগুলোর অধিকাংশই খুব ছোট আকারের। ক্ষুরধার দাঁতের পরিবর্তে জীবাণু, বিষ এবং অন্যান্য উপায়ে এদের হাতে মানুষের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি।
কিন্তু যদি বিপজ্জনক প্রাণীর কথা আসে, তাহলে জানা দরকার প্রতিবছর কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষ হত্যা করে?
আমরা প্রতি বছর নিহত মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ ১০ প্রাণঘাতী প্রাণীর তালিকা করি। এই নিবন্ধের তথ্য বিবিসি সায়েন্স ফোকাস থেকে নেওয়া হয়েছে।
মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ১০ প্রাণী
যে প্রাণীটি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে তা হলো মশা। ডেঙ্গু, পীতজ্বর ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের কারণে প্রতি বছর সাত লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।
অবস্থান | প্রাণী | প্রতিবছর যত মানুষ প্রাণ হারায় |
১ | মশা | ৭ লাখ ২৫ হাজার |
২ | মানুষ | ৪ লাখ |
৩ | সাপ | ১ লাখ ৩৮ হাজার |
৪ | কুকুর | ৫৯ হাজার |
৫ | বিভিন্ন প্রাণঘাতী পতঙ্গ | ১০ হাজার |
৬ | কাঁকড়াবিছা/বৃশ্চিক | ৩৩০০ |
৭ | কুমির | ১০০০ |
৮ | হাতি | ৬০০ |
৯ | জলহস্তী | ৫০০ |
১০ | সিংহ | ২০০ |
মানুষ কী মশার চেয়েও বেশি মানুষকে হত্যা করে?
মানুষকে হত্যার হিসাবে মানুষই এই গ্রহের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক প্রাণী।
আওয়ারওয়ার্ল্ডইনডাটার মতে, '২০১৯ সালে বিশ্বব্যাপী, ০.৭ শতাংশ মৃত্যু হত্যাকাণ্ডের ফলে হয়েছে।'
ল্যাটিন আমেরিকায় বিশ্বের অন্যান্য অংশের তুলনায় হত্যাকাণ্ডের হার বেশি। এছাড়া, এল সালভাদরে মৃত্যুর ৭ শতাংশেরও বেশির জন্য দায়ী হত্যাকাণ্ড।
চতুর্থ স্থানে আছে কুকুর। এই প্রাণীটি একদিকে যেমন মানুষের সেরা বন্ধু হতে পারে, অন্যদিকে মারাত্মক জলাতঙ্ক ভাইরাসের বাহক এরা। তাই শীর্ষ ১০ প্রাণঘাতী প্রাণীর তালিকায় কুকুর চতুর্থ স্থানে রয়েছে।
শীর্ষ পাঁচে থাকা প্রাণঘাতক হলো বিভিন্ন ধরনের পতঙ্গ।
এছাড়া সিংহ, জলহস্তী এবং হাতি এ তালিকায় আছে।