শনিবার মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যে বিশ্বনেতারা
সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে অবশেষে আগামী শনিবার (৮ জুন) রেকর্ড তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকেরা নরেন্দ্র মোদিকে তাদের নেতা হিসেবে বেছে নেন। এরপর শনিবার শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়।
ভারত সরকারের 'নেইবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশী প্রথম' নীতির প্রতিফলন ঘটিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার পর শনিবারের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিদেশি নেতা হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। এটা দুই নেতার উষ্ণতা ও ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন।
অনুষ্ঠানের একদিন আগে শুক্রবার তিনি দিল্লি পৌঁছাবেন বলে জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম।
রনিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শনিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল 'প্রচণ্ড', ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।
৫৪৩ সদস্যের সংসদের নিম্নকক্ষে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়েও বেশি।
অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি (টিডিএম) এবং বিহারের নীতীশ কুমারের জনতা দল-ইউনাইটেড (জেডি–ইউ) সহ এনডিএ শরিকরা গতকাল মোদির বাসভবনে বৈঠক করেন এবং সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদিকে জোটের নেতা হিসেবে বেছে নেন।
উল্লেখ্য, ২০১৪ সালে সার্কভুক্ত দেশগুলোর নেতারা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দেশগুলোর নেতারা তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি