ভারতে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলমান তাপপ্রবাহে আরো আটজনের মৃত্যু
প্রচণ্ড তাপপ্রবাহে অসহনীয় অবস্থা ভারতের বিভিন্ন অঞ্চলে। পূর্বের উড়িষ্যা প্রদেশে গত সোমবার পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে গরমজনিত অসুস্থতায় ৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। খবর বিবিসির
ভারতের সরকারিভাবে প্রকাশিত তথ্য বলছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে একারণে ৬০ জন মারা গেছে। তবে গ্রামীণ এলাকায় গরমের কারণে মৃত্যুর ঘটনা তেমনভাবে নথিভুক্ত না হওয়ায়– প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
কর্মকর্তারা জানান, আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহের মধ্যে আছে ভারত। অর্থাৎ, এত বেশি সময় ধরে দেশব্যাপী এমন তাপপ্রবাহের প্রকোপ আর দেখা যায়নি। কিছু এলাকায় সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কথাও জানা গেছে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) একজন কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তাপপ্রবাহের এটি দীর্ঘতম ঘটনা, যা দেশের প্রায় ২৪টি অংশে অনুভূত হচ্ছে।
মে মাসের মাঝামাঝি সময় থেকেই তীব্র তাপপ্রবাহে যেন জ্বলছে উত্তর ভারত; এ অঞ্চলের কয়েকটি শহরে ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাপাঙ্ক।
তাপদাহে যখন নাভিশ্বাস উঠছে, তারমধ্যে পানির সংকটও দেখা দিয়েছে ভারতের বিভিন্ন অংশে। পানির চাহিদা বিপুলভাবে বেড়ে গেছে।
প্রচণ্ড গরমের মধ্যেই ভারতের লোকসভা নির্বাচন শেষ হয় গত ১ জুন। উত্তর প্রদেশ ও বিহারে শেষ ধাপের ভোটগ্রহণে দায়িত্বরত ১৮ জন কর্মকর্তা গরম-জনিত অসুস্থতায় গত মাসে মারা গেছেন।
৩১ মে বিহার, উত্তর প্রদেশ ও উড়িষ্যায় অন্তত ৩৩ জন মারা গেছেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে এরমধ্যেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর অংশেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে আইএমডি। সংস্থাটি এবছর ভারতে স্বাভাবিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে গরমের প্রকোপ কমে স্বস্তি ফিরবে জনজীবনে।
অনুবাদ: নূর মাজিদ