'হ্যালো, ফ্রম মেলোডি টিম': আলোচনায় মোদির সঙ্গে মেলোনির রিলস
তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে স্বাগত দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাতে তাকে বেশ প্রাণোচ্ছল দেখা গিয়েছে।
ইতোমধ্যেই মোদির সাথে পাঁচ সেকেন্ডের একটি হাস্যোজ্জ্বল রিলস পোস্ট করেছেন মেলোনি। সেখানে ইতালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, 'হ্যালো, ফ্রম মেলোডি টিম'। যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মেলোনির পোস্টটি রিটুইট করে ইংরেজির পাশাপাশি ইতালির ভাষায় স্পেশাল বার্তা দিয়েছে মোদি। তিনি লেখেন, 'ভারত-ইতালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক'।
দক্ষিণ ইতালিতে জি৭ সম্মেলনের ফাঁকেই মেলোনি ও মোদির সাক্ষাৎ হয়। প্রাথমিকভাবে তাদের সেলফি ভাইরাল হয়ে যায়। সেই রেশ কাটতে না কাটতেই ৪৭ বছরের মেলোনির ও ৭৩ বছরের মোদির 'মেলোডি' ভিডিও নিয়ে আলোচনায় নেটিজেনরা।
মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গে মোদি বলেন, "প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে খুব ভালো বৈঠক হল। ভারতকে জি৭ সম্মেলনের অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্দান্ত ব্যবস্থাপনার জন্যও ধন্যবাদ জানাচ্ছি।"
মোদি জানান, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, টেলিকম-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে মেলোনির সাথে আলোচনা হয়েছে। জৈব জ্বালানি, খাদ্য প্রক্রিয়াকরণ, খনিজের মতো বিষয় নিয়েও ভারত ও ইতালি হাতে হাত মিলিয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তারা।
ফের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ইতালিতেই প্রথম বিদেশ সফরে যান মোদি। সেখানে জি৭ সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করেন তিনি।