পড়াশোনায় নয় বিয়েতে প্রায় দ্বিগুণ খরচ করে ভারতীয়রা
একটি নতুন প্রতিবেদনে জানা গেছে, ভারতীয়রা পড়াশোনার তুলনায় বিয়েতে প্রায় দ্বিগুণ খরচ করে। ভারতের বিয়ের বাজারের মূল্য প্রায় ১৩০ বিলিয়ন ডলার (আনুমানিক ১০.৭ লক্ষ কোটি রুপি) যা মার্কিন বিয়ের বাজারের মূল্যের প্রায় দ্বিগুণ।
জেফরিজ নামে একটি বিনিয়োগ ব্যাংকিং ও পুঁজিবাজার সংস্থার সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছ। গবেষণাটি বিভিন্ন সংশ্লিষ্ট তথ্য এবং বিয়ের বাজারের সাথে সম্পর্কিত মূল শিল্প কেন্দ্রগুলো পরিদর্শনের ওপর ভিত্তি করে করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারতীয় বিয়ের গড় খরচ প্রায় ১৫ হাজার ডলার (প্রায় ১২.৫ লাখ রুপি)। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষা অর্জন করতে একটি ভারতীয় দম্পতি গড়ে এর অর্ধেক অর্থ খরচ করেন।
ভারতীয় বিয়ের বাজার, যা মার্কিন বাজারের দ্বিগুণ কিন্তু চীনের তুলনায় ছোট, দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখছে। ভারতীয়রা দেশের মাথাপিছু জিডিপির ২ হাজার ৯০০ ডলার (২.৪ লাখ রুপির বেশি) বিয়েতে ব্যয় করে যা গড়পড়তা ভারতীয় পরিবারের বার্ষিক আয়ের থেকে তিনগুণ বেশি।
বিলাসবহুল বিয়েতে ভারতীয়রা গড়ে ২০ থেকে ৩০ লাখ রুপি খরচ করে যেখানে উচ্চবিত্তদের বিয়েতে আরও খরচ হয়। এই অর্থ সাধারণত পাঁচ থেকে ছয়টি ফাংশন বা ইভেন্ট, শীর্ষ স্তরের হোটেলগুলোতে বিলাসবহুল থাকার ব্যবস্থা, জমকালো কেটারিং, সাজসজ্জা এবং বিনোদনের জন্য ব্যয় করা হয়। তবে গয়না, বিয়ের পোশাক এবং বিমান ভাড়া সংক্রান্ত এই হিসাবের সাথে যুক্ত নয়।
ভারতে বিয়ের শিল্পে অনেক ছোট ব্যবসা এবং স্বতন্ত্র পরিষেবার সমন্বয়ে গঠিত যা বিভিন্ন আঞ্চলিক বিয়ের ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। দেশটির বিভিন্ন শিল্পের আর্থিক লাভের সাথে বিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে।
ভারতে অর্ধেকেরও বেশি বিক্রি হওয়া গয়না বিয়ের জন্য বিক্রি হয়। পোশাক শিল্পের ১০ শতাংশ অর্থ আসে বিয়ের পোশাক বিক্রি করে। কেটারিং ব্যবসার ২০ শতাংশ অর্থ আসে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান থেকে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিদেশে গিয়ে বিয়ে করার পরিবর্তে ভারতীয়দের দেশেই বিয়ে করার পরামর্শ দিয়েছেন।