মাতৃত্বকালীন ছুটিতে নিজের ই-কমার্স প্রতিষ্ঠা করা তাতিয়ানা এখন রাশিয়ার সবচেয়ে ধনী নারী
২০০৪ সালে মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় তাতিয়ানা বাকালচুক মস্কোতে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ওয়াইল্ডবেরিজ নামে ই-কমার্স ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে ৭০০ ডলার খরচ করেছিলেন।
আজ ২০ বছর পরে ব্লুমবার্গের তথ্যমতে, তাতিয়ানা বাকালচুক (৪৮) বর্তমানে রাশিয়ার সবচেয়ে ধনী নারী৷ ফোর্বস-এর প্রতিবেদন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার।
তার প্রতিষ্ঠিত ওয়াইল্ডবেরিজ একটি সমৃদ্ধশালী অনলাইন রিটেইলার (খুচরা বিক্রেতা) যেটিকে অ্যামাজনের রুশ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ৬ বিলিয়ন ডলার আয় করেছে৷
১৯৭৫ সালে মস্কোর ওব্লাস্ট অঞ্চলে জন্মগ্রহণ করা বাকালচুক প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন করেন। তিনি নিজের বাড়ি না বানিয়ে ভাড়া বাড়িতেই থাকতে স্বাছন্দ্যবোধ করেন। তিনি এবং তার স্বামী, আইটি উদ্যোক্তা ভ্লাদিস্লাভ বাকালচুকের সাতজন সন্তান রয়েছে।
ওয়াইল্ডবেরিজ একটি জার্মান রিটেইলার অটো থেকে কাপড় পুনঃবিক্রয়কারী একটি ছোট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। বাকালচুক ২০১৮ সালে ব্লুমবার্গেকে বলেছিলেন, ওয়াইল্ডবেরিজ যখন যাত্রা শুরু করে তখন তিনি নিজেই পণ্য পৌঁছে দেয়ার কাজ করতেন।
তিনি বলেন, 'শুরুতে সবকিছু আমি নিজেই করতাম। নিজেই পণ্য সংগ্রহ করে মস্কোর বিভিন্ন স্থানে বাসে করে ক্রেতাদের কাছে আমি পণ্য দিয়ে আসতাম।'
ওয়াইল্ডবেরিজ এর ব্যবসা সম্প্রসারিত হওয়ার সাথে সাথে বাকালচুক ডেলিভারি কর্মী নিয়োগ করা শুরু করেন এবং পণ্য সংরক্ষণের জন্য অতিরিক্ত জায়গা ভাড়া নেওয়া শুরু করেন।
ব্লুমবার্গের তথ্যমতে, রুশ বডি বিল্ডার সের্গেই আনুফ্রেভ ২০০৬ সালে ওয়াইল্ডবেরিজে বিনিয়োগ করেছিলেন। প্রতিষ্ঠানটির ৯৯ শতাংশ মালিকানা তাতিয়ানা বাকালচুকের কাছে। বাকি ১ শতাংশের মালিক তার স্বামী ভ্লাদিস্লাভ বাকালচুক।
২০২০ দ্য বেল-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্লাদিস্লাভ বাকালচুক একটি ইন্টারনেট সরবরাহকারীর কাছে স্টক বিক্রি করে ৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন। তখন তিনি একজন স্ব-প্রতিষ্ঠিত ধনী কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু ওয়াইল্ডবেরিজের মুখপাত্ররা জানিয়েছিলেন, উক্ত অর্থ ওয়াইল্ডবেরিজ এর ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়নি।
ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ওয়াইল্ডবেরিজের কাছে ৬০ হাজারের বেশি ব্র্যান্ডের পণ্য মজুদ আছে। প্রতিষ্ঠানটি পোশাক, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালির মতো বিভিন্ন পণ্য সরবরাহ করে।
মস্কো টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে ওয়াইল্ডবেরিজ ইউরোপে সম্প্রসারিত হয়ে জার্মানি, ইতালি, স্পেন এবং ফ্রান্স এর মতো দেশে এর ব্যাবসা চালু করে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (এসডাব্লিউআইএফটি-সুইফট) সাতটি রাশিয়ান ব্যাংককে নিষিদ্ধ করেছিল। ইউরোপীয় কমিশনের সদস্যরা রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করে বলেছিলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য বৈশ্বিক অর্থনীতি থেকে ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করে সেগুলোর আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করা।
জুন মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, তাতিয়ানা বাকালচুক সুইফট এর বিকল্প হিসেবে একটি নতুন ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে বিজ্ঞাপন অপারেটর রাস গ্রুপকে সহযোগিতা করার পরিকল্পনা করছেন।
এই উদ্যোগটি সাবেক রুশ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম ওরশকিন তত্ত্বাবধান করবেন, যাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ থেকেই এই ভূমিকায় নিযুক্ত করেছেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়