সাগরে পাওয়া বোতলের তরল পান করে শ্রীলঙ্কার চার জেলের মৃত্যু
সাগরে পাওয়া বোতল থেকে অজানা তরল পান করার কারণে শ্রীলঙ্কার চার জেলের মৃত্যু হয়েছে এবং আরো দুজন গুরুতর অসুস্থ হয়েছেন। শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা দক্ষিণ উপকূলের একটি শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে মাছ ধরছিলেন।
শ্রীলংকার নৌবাহিনী সাংবাদিকদের জানিয়েছে, বোতলের ভেতর মদ আছে ভেবে জেলেরা বোতল থেকে অজানা তরল পান করেছিলেন।
দেশটির মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাওয়াত্তে বলেছেন, নৌবাহিনী তাদের তীরে ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি আরো জানিয়েছেন, ডেভন নামের মাছ ধরার জাহাজটিতে থাকা জেলেদের চিকিৎসার জন্য তীরে ফিরিয়ে আনার যথেষ্ট সময় না থাকায় নৌবাহিনী তৎক্ষণাৎ তাদের চিকিৎসা সেবা দিয়েছে।
কাহাওয়াত্তে জাতীয় নিউজ স্টেশন আদা ডেরানাকে জানিয়েছেন, ঐ জেলেরা সাগরে পাওয়া আরো কিছু বোতল উক্ত এলাকার আরো কয়েকজন জেলের কাছে সরবরাহ করেছেন। বাকি জেলেদের বিষয়টি সম্পর্কে জানানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
নৌবাহিনী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আরেকটি জাহাজের সহায়তায় ডেভন নামের জাহাজটিকে তীরে ফিরিয়ে আনা হচ্ছে। গত ৪ জুন মাছ ধরার উদ্দেশ্যে টাঙ্গাল থেকে জাহাজটি নিয়ে সাগরে গিয়েছিলেন দুর্ঘটনার শিকার জেলেরা।
ঘটনাটি শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে প্রায় ১৯৩ কিলোমিটার দূরে উপকূলীয় শহর টাঙ্গালে বিক্ষোভের সূত্রপাত করেছে বলে জানা গেছে। স্থানীয়রা বেঁচে থাকা জেলেদের তীরে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
বোতলের ভেতর আসলে কী ছিল তা এখন খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।