ভারতের সব সময়ের প্রকৃত বন্ধু রাশিয়া, সম্পর্ক কখনো শূন্যে নামবে না: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাশিয়ার শীতের অনেক কুখ্যাতি আছে, কিন্তু নয়াদিল্লি ও মস্কোর মধ্যে সম্পর্ক সবসময়েই উষ্ণ।
তিনি বলেন, 'রাশিয়া' শব্দটি শুনলেই ভারতীয়দের প্রথমেই মনে পড়ে, এই দেশটি সব পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া হলো ভারতের প্রকৃত বন্ধু।
আজ মঙ্গলবার (৯ জুলাই) মস্কোতে ভারতীয় কমিউনিটির এক সভায় এসব কথা বলেন তিনি।
দুই দিনের (৮ ও ৯ জুলাই) রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী। ২২তম ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার তিনি মস্কো পৌঁছান।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে চিরবসন্ত বিরাজ করেছে এমন ইঙ্গিত দিয়ে রাশিয়া প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্য মোদি বলেছেন, "রাশিয়ায় তাপমাত্রা কখনো কখনো শূন্যের নিচে নেমে যায়, কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক সব সময়েই শূন্যের উপরে থেকেছে।"
মোদি বলেন, ভারতের সব সময়ের প্রকৃত বন্ধু হচ্ছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ-কবলিত এলাকায় যখন আমাদের ছাত্ররা আটকা পড়েছিল– তখন তাদের নিরাপদে দেশে ফিরতে সহায়তা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আবারো পুতিনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি জানান, জ্বালানি, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্কও গত এক দশকে বহুদূর এগিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও রাশিয়া একে-অপরের প্রতি সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাপ্রকাশ করেন মোদি।
এর আগে সোমবার সন্ধ্যায় মস্কোর বাইরে নভো-ওগারিয়োভোতে অবস্থিত পুতিনের বাসভবনে দুই দেশের নেতার মধ্যে এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। আজ মঙ্গলবার উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে।