যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক, তাকে যেসব দায়িত্ব পালন করতে হবে
যুক্তরাজ্যের নতুন সরকারের 'সিটি মিনিস্টার' নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (৯ জুলাই) ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
টিউলিপ সিদ্দিক সিটি মিনিস্টার পদে সাবেক এইচএসবিসি ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন। এ পদে মন্ত্রীত্বের মাধ্যমে আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পাবেন টিউলিপ।
লেবার পার্টি গত সপ্তাহে যুক্তরাজ্যের নির্বাচনে বড় জয় পায়। এর ফলে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ দলের ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হন কিয়ার স্টারমার। ১৪ বছর পর স্টারমারের মাধ্যমে যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি। শুরুর দিকে স্টারমারকে লেবার নেতা হিসেবে যে কয়জন মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন এমপি টিউলিপ সিদ্দিকও।
৪১ বছর বয়সি টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের 'দ্য সিটি' নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতিমালা তৈরিতে লেবারের উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন।
এবারের নির্বাচনে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচনে বিজয়ী হয়েছেন টিউলিপ। ২০২৩ সালে হ্যাম্পস্টেড ও কিলবার্ন নির্বাচনি এলাকার স্থলে হ্যাম্পস্টেড ও হাইগেট পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সাল থেকেই এ আসন ধরে রেখেছেন লেবারের টিউলিপ সিদ্দিক।
সিটি মিনিস্টার হিসেবে যেসব দায়িত্ব পালন করবেন টিউলিপ
সিটি মিনিস্টার যুক্তরাজ্য সরকারের মধ্য-স্তরের এইচএম (হিজ ম্যাজেস্টি) ট্রেজারিতে মন্ত্রী পদ, যেখানে 'সিটি মিনিস্টার' ব্রিটিশ আর্থিক পরিষেবা খাতের দায়িত্বে থাকেন। ব্রিটিশ আর্থিক পরিষেবা খাত সাধারণত 'সিটি' নামে পরিচিত। সিটি মিনিস্টার এর কাজ হলো, ব্রিটিশ সরকারের জাতীয় অর্থব্যবস্থা কার্যকর করা এবং অর্থনৈতিক নীতিমালার বিকাশ ঘটানো।
ব্রিটিশ 'সিটি মিনিস্টার' পদটি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছিল। ব্যাংকিং, বীমা এবং আর্থিক বাজারকে প্রভাবিত করে এমন নীতিমালা নিয়ে কাজ করাই 'সিটি মিনিস্টার' এর দায়িত্ব। সিটি মিনিস্টার আর্থিক শিল্পকে সমর্থন করতে এবং ভোক্তাদের সুরক্ষার জন্য ট্রেজারি ও অন্যান্য সরকারি বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
এ পদে দায়িত্ব পাওয়া টিউলিপ সিদ্দিক এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের বিভিন্ন নীতিমালা নির্ধারণ ও প্রণয়নে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা–সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্ব পালন করতে হবে তাকে।