শুধু আম্বানি নয়, ভারতীয়দের আরও সর্বাধিক ব্যয়বহুল বিবাহ
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি গতকাল (শুক্রবার) দীর্ঘ সাত মাসের আনুষ্ঠানিকতা শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান পুরো বিশ্বকেই যেন তাক লাগিয়ে দিয়েছে।
ইতোমধ্যেই বিয়েটির নানা আয়োজনে মঞ্চ মাতিয়েছেন রিহানা, জাস্টিন বিবার, পিটবুল, ডেভিড গুয়েটা, ব্যাকস্ট্রিট বয়েজের মতো শিল্পীরা। একইসাথে বলিউড তারকাদের পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন মার্ক জাকারবার্গ, বিল গেটস, জন সিনা ও ইভাঙ্কা ট্রাম্পের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনন্ত-রাধিকার বিয়েতে খরচের ক্ষেত্রে কোনো কমতি রাখেনি আম্বানি পরিবার। তবে দেশটির বিয়েতে অঢেল খরচ করার রীতি এটিই প্রথম নয়। বরং এর আগেও দেশটিতে বহু বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান দেখা গেছে।
ইশা আম্বানি ও আনন্দ পরিমল (৭০০ কোটি)
মুকেশ ও নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। তার স্বামী আনন্দ পরিমল। বিয়েতে ইশার বিশেষভাবে তৈরি লেহেঙ্গার দামই ছিল ৯০ কোটি রুপি। প্রত্যেক অতিথির পেছনে খরচ করা হয়েছে ৩ লাখ রুপি। এক্ষেত্রে সবমিলিয়ে এই বিয়েতে খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি রুপি।
সুশান্ত রায়-আহুজা; সীমান্ত রায়-চানটিনি (৫৫৪ কোটি)
ভারতের ব্যবসায়িক জগতে ধনকুবের সুশান্ত রায় বেশ পরিচিত মুখ। ২০০৪ সালে বেশ জাঁকজমকপূর্ণভাবে তার দুই ছেলের বিবাহ অনুষ্ঠিত হয়। ঐ সময়ে এটিই ছিল ভারতের সবচেয়ে বিলাসবহুল বিয়ে। সেখানে প্রায় ১১ হাজার অতিথি ছিলেন। যাতে খরচ হয় প্রায় ৫৫৪ কোটি রুপি।
ব্রাহ্মণী রেড্ডিও রাজিব রেড্ডি (৫০০ কোটি)
ভারতের খনিজ ব্যবসায় জনপ্রিয় মুখ ও রাজনীতিবিদ জি জনার্ধন রেড্ডির কন্যা ব্রাহ্মণী রেড্ডির বিয়ে হয় ২০১৬ সালে। তার বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার অতিথি। যেখানে খরচ করা হয় প্রায় ৫০০ রুপি।
সৃষ্টি মিত্তল ও গুলরাজ বেহল (৫০০ কোটি)
স্টিল ব্যবসায় খ্যাত লক্ষ্মী মিত্তলের ছোট ভাই প্রমোদ মিত্তল। তিনি নিজের মেয়ে সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় ৫০০ কোটি রুপি খরচ করেছিলেন। সৃষ্টি ও গুলরাজের এই বিয়ে হয় ২০১৩ সালে, বার্সোলনায়।
বনীশা মিত্তাল ও অমিত ভাটিয়া (২৪০ কোটি)
অমিত ভাটিয়ার সঙ্গে বিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তালের মেয়ে বনীশা মিত্তালের বিয়েতেও বিপুল খরচ করা হয়েছিল। ২০০৪ সালে ভার্সাইয়ে অনুষ্ঠিত ছয় দিনের ইভেন্টে আগে হয় বাগদান।
বিয়ের রিসেপশনে অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান ও কাইলি মিনোগসহ অভিনয় জগতের বিশ্ব বিখ্যাত তারকারা। এ বিয়েতে প্রায় ২৪০ কোটি রুপি খরচ হয়েছিল।
সোনম ভাসওয়ানি ও নাভিন ফাবিয়ানি (২১০ কোটি)
২০১৭ সালে স্ট্যালিয়ন গ্রুপের সুনীল ভাসওয়ানির মেয়ে সোনম ভাসওয়ানি বিয়ের পিঁড়িতে বসেন। অস্ট্রিয়ার ভিয়েনায় তিনি বিয়ে করেন ব্যবসায়ী কামাল ফাবিয়ানির ছেলে নাভিন ফাবিয়ানিকে। এই বিয়েতে ২১০ কোটি রুপি খরচ হয়েছিল।
সঞ্জয় হিন্দুজা ও অনু মাহতানি (১৫০ কোটি)
ভারতের বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা দীর্ঘদিনের প্রেমিকা অনু মাহতানিকে ২০১৫ সালে বিয়ে করেন। জমকালো ও অসামান্য বিয়ের অনুষ্ঠানে সবার নজর ছিল পপ সেনসেশন জেনিফার লোপেজের পারফরম্যান্সের দিকে। এ বিয়েতে প্রায় ১৫০ কোটি রুপি খরচ করা হয়েছিল।
ভিরাট কোহলি ও আনুস্কা শর্মা (১০০ কোটি)
২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুস্কা শর্মা। ২০১৭ সালে তাদের বিয়ের জমকালো অনুষ্ঠান সকলের দৃষ্টি কেড়েছিল। এই দম্পতির বিয়েতে খরচ করা হয় প্রায় ১০০ কোটি রুপি।