গোতাবায়াকে ক্ষমতাচ্যুত করার ২ বছর পর, বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করল শ্রীলঙ্কা
বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি বলেন, 'এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি খুজে পাক এবং তারা আরো শক্তিশালী হয়ে উঠুক।' দু'বছুর আগে এক গণবিক্ষোভে শ্রীলঙ্কায় পতন হয় গোতাবায়া সরকারের।
ক্ষমতা ছেড়ে বাংলাদেশে থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর এক্স-এ আলী সাবরি বলেন, 'এমন চ্যালেন্জিং সময়ে আমাদের হৃদয় বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে। সাম্প্রতিক আন্দোলন দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এতে অনেকে প্রাণ হারিয়েছেব। এ কঠিন সময়ে যারা আক্রান্ত হয়েছেন এবং স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।
সাবির আরও বলেন, 'শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মূল্যায়ণ করে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা ও একাত্মতায় বিশ্বাস করি। আমরা আশা করি বাংলাদেশে খুব দ্রুতই শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।'
২০২২ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করে দেশটির জনগণ।