বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ‘স্বাধীনতার মূল্য’ কতটা তা মনে করিয়ে দিচ্ছে: ভারতের প্রধান বিচারপতি
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, 'বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী স্বাধীনতার মূল্য কতটা তা আমাদের মনে করিয়ে দিচ্ছে।'
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন।
এসময় চন্দ্রচূড় বলেন, '১৯৫০ সালে দেশের সংবিধান গ্রহণের মাধ্যমে আমরা দাসত্বের বদলে স্বাধীনতার অনিশ্চয়তাকে বেছে নিয়েছিলাম। আর বাংলাদেশে সম্প্রতি যা ঘটেছে, তা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের জন্য স্বাধীনতার মূল্য কত বেশি।'
তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'আমিসহ আমাদের অনেক আইনজীবীর জন্ম স্বাধীনতার পর। তবে আমরা জরুরি অবস্থার যুগ দেখেছি। আজ হয়ত আমরা স্বাধীনতাকে হালকাভাবে নিতে পারি…কিন্তু অতীতের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় তা কত অমূল্য।'