থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা
মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন। শুক্রবার (১৬ আগস্ট) দেশটির সংসদে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে পড়েছে ৩১৯ এবং বিপক্ষে পড়েছে ১৪৫ ভোট।
গত কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। ফুপুর পর পেতংতার্ন হলেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
তার বাবা থাকসিনকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ও বিভাজন সৃষ্টিকারী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়।
দু'দিন আগেই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সেথ্রা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় দেশটির আদালত। সে সঙ্গে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। এরপরই সামনে আসে পেতংতার্নের নাম।
পেতংতার্ন সিনাওয়াত্রা ফেউ থাই পার্টির নেতা। তবে নির্বাচিত এমপি নন। সেথ্রা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করার পর ফেউ থাই পার্টির পক্ষে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তার নাম অনুমোদন করা হয়।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি