মঞ্চে গাইতে গাইতে মারা গেলেন মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ
৫৩ বছর বয়সে মারা গেছেন মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় তার মৃত্যু হয়। খবর বিবিসির।
ফ্যাটম্যান হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গাওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। তার এই মৃত্যুর খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন গায়কের প্রতিনিধি।
এই সম্পর্কে শহরের মেয়র লরেন গ্যারেট দু:খভারাক্রান্তে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। তিনি বলেন, "র্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।"
ফ্যাটম্যানের বুকিং এজেন্সি গায়কের মৃত্যু নিয়ে নোট প্রকাশ করেছেন। সেখানে বলা হয়, "স্কুপ ছিলেন সংগীতজগতের একজন প্রিয় ব্যক্তিত্ব। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত ভক্তরা তার সংগীতকর্ম ভালোবাসতেন।"
এদিকে পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "ফ্যাটম্যান শুধু একজন বিশ্বমানের পারফর্মমার ছিলেন না। তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও বন্ধু।"
ফ্যাটম্যান স্কুপের সংগীত জীবনের উত্থান ঘটে তার বিখ্যাত গান 'বি ফেইথফুল'এর মাধ্যমে। এছাড়া তিনি মিসি এলিয়টের 'লুজ কন্ট্রোল' গানটিও ফিচার করেন। এটি ২০০৫ সালে বিলবোর্ড হট ১০০-এ তৃতীয় স্থানে পৌঁছেছিল।
মারিয়া কেরির গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনীত 'ইটস লাইক দ্যাট' গানেও তার উপস্থিতি সংগীতপ্রেমীদের মধ্যে তুমুল প্রশংসিত হয়। এছাড়াও তিনি টিম্বাল্যান্ড, ম্যাগু, নিক ক্যানন এবং স্ক্রিলেক্সের মতো র্যাপারদের সঙ্গেও কাজ করেছেন।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই ফ্যাটম্যান ও ডাইস পাসোর নতুন গান 'লেট ইট গো'-এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। এটি তার জীবনের শেষ কাজগুলোর একটি হয়ে থাকল।
স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়। তিনি নব্বইয়ের দশকে নিউইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশ্বখ্যাত এই র্যাপার ১৯৭১ সালের ৬ আগস্ট নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন।
ফ্যাটম্যানের আকস্মিক মৃত্যুর ঘটনা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী সংগীতশিল্পী ও ভক্ত-অনুসারীরা এতে শোক প্রকাশ করেছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান