ফোর্বস’র শীর্ষ ধনীর তালিকায় সবচেয়ে বেশি ডলার আয় করায় শীর্ষে গৌতম আদানী
আদানী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানী ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ ধনীর তালিকায় সবচেয়ে বেশি ডলার আয়ের রেকর্ড গড়েছেন। আদানী পরিবারের মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ বিলিয়ন ডলারে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত বছরের শর্ট সেলিংয়ের আঘাত থেকে গৌতম আদানী তার ব্যবসাকে শক্তভাবেই পুনরুদ্ধার করেছেন। এতে আদানীর সম্পদ ৭১ শতাংশ বেড়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির সম্পদ ২৭.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৯.৫ বিলিয়ন ডলারে। মুকেশ আম্বানির সম্পদ ৩০ শতাংশ বেড়েছে এবং তিনিই দ্বিতীয় সর্বাধিক ডলার আয়ের রেকর্ড করেছেন। রিলায়েন্স এ বছর দীপাবলি উপলক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য বোনাস শেয়ারের ঘোষণা দিয়েছিল।
এই বছরে ভারতীয় শীর্ষ ১০০ ধনীদের সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ভারতের ৮০ শতাংশেরও বেশি শীর্ষ ধনী তাদের সম্পদ আগের বছরের তুলনায় বৃদ্ধি করতে পেরেছেন এবং ২০১৯ সালের তুলনায় তাদের সম্পদ দ্বিগুণ হয়েছে।
ভারতের এ ৮০ শতাংশের মধ্যে ৫৮ জনের সম্পদ ১ বিলিয়ন ডলার বা তার বেশি ছাড়িয়েছে। এর মধ্যে ছয়জনের প্রত্যেকের সম্পদের মূল্য ১০ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। তাদের মধ্যে শীর্ষ পাঁচজনের সম্মিলিত সম্পদ প্রায় ১২০ বিলিয়ন ডলার বেড়েছে। শীর্ষ ১২ জন ধনই সম্মিলিত সম্পদের প্রায় অর্ধেকের অংশীদার।
ভারতের শীর্ষ ধনী নারী সাবিত্রী জিন্দাল। তিনি স্টিল-টু-পাওয়ার কংগ্লোমারেট ওপি জিন্দাল গ্রুপের প্রধান। তার ছেলে সাজ্জন জিন্দাল সম্প্রতি এমজি মোটরের সঙ্গে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে উচ্চাভিলাষী পদক্ষেপ নিয়ে এবার তৃতীয় স্থানে উঠে এসেছেন। আর সাবিত্রী তালিকায় থাকা ৯ নারীর একজন।
তালিকায় যুক্ত হওয়া নতুন নারীদের একজন হলেন মহিমা দাতলা। তিনি বায়োলজিক্যাল ই নামক বেসরকারি ভ্যাকসিন প্রযোজক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী। এছাড়া আরও তিনজন নতুন মুখ রয়েছেন এ তালিকায়।
এছাড়া আরও তিনজন নতুন মুখ রয়েছেন তালিকায়। তাদের মধ্যে একজন হলেন বি পার্থ সারধি রেড্ডি, যিনি হেটেরো ল্যাবসের প্রতিষ্ঠাতা এবং সাধারণ ঔষধ ও ফার্মা উৎপাদনকারী।
অন্য দুই নতুন মুখ হলেন হরিশ আহুজা ও সুরেন্দর সালুজা। হরিশ আহুজা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাহী এক্সপোর্টসের মালিক। তার প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম এবং ক্যালভিন ক্লেইনের মতো ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহ করে। এদিকে প্রিমিয়ার এনার্জির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুরেন্দর সালুজা সৌর প্যানেল ও মডিউল প্রস্তুত করেন। এ বছর সেপ্টেম্বরে তার কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর মাল্টি-বিলিয়নিয়ার হয়েছেন তিনি।
তালিকার সর্বকনিষ্ঠ সদস্য হলেন নিকিল কামাথ (৩৮)। তিনি তার ভাই নিতিন কামাথের (৪৫) সঙ্গে মিলে ডিসকাউন্ট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেরোধা প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করছেন।