রসায়নে নোবেল পেলেন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম জাম্পার
এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম জাম্পার। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমানে ভূমিকা রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
আজ বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
নোবেল কমিটির ফেসবুক পেইজে বলা হয়, প্রোটিন জীবনের অন্যতম বিস্ময়কর রাসায়নিক উপকরণ। ডেভিড বেকার প্রায় অসম্ভব একটি কাজ সম্পন্ন করেছেন। তিনি সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন। অন্যদিকে, ডেমিস হ্যাসাবিস ও জন জাম্পার একটি এআই মডেল তৈরি করেছেন যা ৫০ বছরের পুরনো একটি সমস্যা সমাধান করেছে। এর মাধ্যমে প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস দেওয়া সম্ভব।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। ৩ জনের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।
গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখা বিজ্ঞানীদের নাম ঘোষণার মাধ্যমে শুরু হয় এ বছরের নোবেল পুরস্কার প্রদান। এ বছর করোনার এমআরএন টিকা আবিষ্কারে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতেছেন ক্যাতালিন কারিকো এবং ড্রু ওয়াইজম্যান।
আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (১১ অক্টোবর) শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। সবশেষে আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।