ডোনাল্ড ট্রাম্পের মোদি প্রশস্তি: 'সবচেয়ে ভালো মানুষ' কিন্তু 'টোটাল কিলার'ও হতে পারেন!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বলেছেন, "তিনি যেমন 'সবচেয়ে ভালো মানুষ', তেমনি প্রয়োজনে 'টোটাল কিলারও' হতে পারেন।"
ট্রাম্প এ সময় মোদির প্রশংসা করেছেন এবং ভারতের ওপর সম্ভাব্য যে কোনো হুমকির জবাবে মোদির কঠোর মনোভাবের বর্ণনা দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) অ্যান্ড্রু শলৎজ ও আকাশ সিংয়ের সঞ্চালনায় 'ফ্ল্যাগ্রান্ট পডকাস্ট'-এর একটি পর্বে তিনি এ মন্তব্য করেন।
মোদিকে নিয়ে নির্ধারিত সেগমেন্ট শুরুর আগে ট্রাম্প পডকাস্টের অন্যতম সঞ্চালক আকাশ সিংকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি মোদিকে পছন্দ করেন কি না।
সিং প্রশ্নটি এড়িয়ে বলেন, তার পরিবারে দুই ধরনের মতাদর্শের মানুষ আছে। একপক্ষ তাকে (মোদির সবকিছু) পছন্দ করে এবং আরেকপক্ষ তা করে না।
ট্রাম্প মোদি সম্পর্কে বলেন, 'তিনি মহান এবং আমার একজন বন্ধু।'
তিনি বলেন, 'কিন্তু বাইরে থেকে দেখে তাকে আপনার বাবা বাবা মনে হবে। তিনি যেমন সবচেয়ে ভালো মানুষ, তেমনি প্রয়োজনে টোটাল কিলারও।'
বিভিন্ন হুমকি মোকাবিলায় মোদিকে তার সাহায্যের প্রস্তাবের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, 'তিনি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু আমরা নানা সময় দেখেছি কেউ কেউ ভারতকে হুমকি দিচ্ছে।'
যখনই তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করি [মোদির কণ্ঠকে অনুকরণ করে ট্রাম্প বলেন] মোদি এভাবে বলেন, 'আমিই এটি করব। আমি এটা করবই। যা দরকার, আমি তা-ই করব।'
মোদির অনুকরণে তিনি আরও বলেন, 'শত শত বছর ধরে আমরা তাদের পরাজিত করে আসছি।'
তিনি আরও বলেন, 'তিনি (মোদি) একটি নির্দিষ্ট দেশের কথা বলছিলেন।'
সম্ভবত পাকিস্থানের প্রতি ইঙ্গিত করেন ট্রাম্প। তবে তিনি তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
১০০ বছরেরও কম সময় আগে ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত থেকে তৈরি হয়েছিল পাকিস্তান।
সর্বোপরি মোদিকে আপাদমস্তক 'ভালো মানুষ' হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।
মোদি ও ট্রাম্প একাধিকবার তাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দিয়েছেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ২০১৯ সালে টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত 'হাউডি মোদি' অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন। ভারতীয় প্রবাসীদের আয়োজিত ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।
৫০ হাজারেরও বেশি ভারতীয় আমেরিকান ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দুই নেতা একে অপরের প্রশংসা করেন এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন।
মোদির মার্কিন সফরের পরে, ট্রাম্প ২০২০ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে অনুষ্ঠিত গ্র্যান্ড 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে অংশ নিতে ভারতে এসেছিলেন।
গুজরাটের আহমেদাবাদে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক লাখেরও বেশি দর্শক এতে উপস্থিত হয়েছিলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের বাইরে ট্রাম্পের সবচেয়ে বড় সমাবেশ।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি