'সন্তান হওয়ার ভীতি' বোঝার জন্য জরিপ শুরু করেছে চীন
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) দেশটির ৩০ হাজার মানুষের ওপর একটি জরিপ চালাচ্ছে, যাতে কোন বিষয়গুলো সন্তান নেওয়ার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে ও "সন্তান হওয়ার ভীতি" সৃষ্টি করে, তা বোঝা যায়। চীনের জন্মহার বৃদ্ধির প্রচেষ্টা সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চীনের রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই জরিপে চীনের ১৫০টি জেলার ১ হাজার ৫০০টি ভিন্ন সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত থাকবেন। চীনের জনসংখ্যা ও উন্নয়ন গবেষণা কেন্দ্র [এনএইচসি-এর অধীনে পড়ে] এই জরিপটি পরিচালনা করছে।
বেইজিং তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করার চেষ্টা করছে কারণ ২০২৩ সালে চীনের জনসংখ্যা টানা দ্বিতীয়বারের মতো হ্রাস পেয়েছে।
জরিপটির লক্ষ্য হলো, "সন্তান নেওয়ার বিষয়ে অনীহা এবং ভয়ের" কারণ বিশ্লেষণ করা এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা প্রদান করা। এর আগে ২০২১ সালে চীনে দেশব্যাপী 'পরিবার ও উর্বরতা' সংক্রান্ত জরিপ পরিচালিত হয়েছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রায়ই জনসংখ্যার উন্নয়নকে একটি শক্তিশালী এবং পুনর্জীবিত চীনের জন্য জরুরি বলে প্রচার করা হয়।
চীনের স্বাস্থ্য কর্মকর্তারা সেপ্টেম্বরে জানিয়েছেন, "উপযুক্ত বয়সে" বিয়ে এবং সন্তান জন্মদানের পক্ষে প্রচারণা চালাতে তারা আরও প্রচেষ্টা করবে। এছাড়া, তরুণদের মধ্যে "বিয়ে, সন্তানের জন্ম এবং পরিবার সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি" তৈরি করতে অভিভাবকদের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।