ইরানে আক্রমণের 'দাঁতভাঙা জবাব' পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: খামেনির কঠোর হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাদের 'দাঁতভাঙা জবাব' দেওয়া হবে। শনিবার (২ নভেম্বর) ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদের এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
খামেনি বলেন, "শত্রুরা—হোক তা জায়নিস্ট সরকার কিংবা আমেরিকা—ইরান এবং ইরানি জাতির বিরুদ্ধে কিংবা প্রতিরোধ ফ্রন্টের ওপর যাই করুক, তারা অবশ্যই কঠোর এবং দাঁতভাঙা জবাব পাবে।" তিনি হুথি, হিজবুল্লাহ এবং হামাসের মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকেও তার হুঁশিয়ারি ব্যক্ত করেন। তবে, তিনি আক্রমণের সময় বা পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
শনিবার সমাবেশে উপস্থিত জনতা খামেনিকে উৎসাহী চিৎকারে স্বাগত জানায় এবং স্লোগান দিতে থাকে, "আমাদের রক্ত আমাদের নেতার জন্য উপহার!"
এর আগে খামেনি আরও সতর্কতার সাথে বলেছিলেন যে, ইরানের প্রতিক্রিয়া নিয়ে কর্মকর্তারা চিন্তাভাবনা করবেন এবং ইসরায়েলের আক্রমণকে 'অতিরঞ্জিত বা তুচ্ছ করে দেখা উচিত নয়'। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। ইলম, খুজেস্তান ও তেহরান অঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী হামলা চলে।
ইসরায়েল বলেছে যে, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালানো হয়। ইরানও পালটা আক্রমণ করবে বলে হুমকি দিয়েছে।
ইসরায়েল ইরানকে পালটা প্রতিশোধ নেওয়া থেকে সতর্ক করেছে, তবে তেহরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এই সপ্তাহে বলেন, "ইরান যদি আবারো ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ভুল করে, তবে আমরা আবারও জানি কীভাবে ইরানে আঘাত হানতে হবে… এবং খুবই কঠোরভাবে আঘাত করবো।"
মার্কিন সামরিক বাহিনী পুরো মধ্যপ্রাচ্যে সক্রিয় রয়েছে এবং বর্তমানে ইসরায়েলে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি পরিচালনা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন 'অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী, ফাইটার স্কোয়াড্রন, ট্যাঙ্কার বিমান এবং কয়েকটি বি-৫২ দূরপাল্লার বোমারু বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছেন,' পেন্টাগনের মুখপাত্র মেজর-জেনারেল প্যাট রাইডার শুক্রবার জানান।