১ বিলিয়ন পাউন্ড মূল্যের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ উপহার পেলো ব্রিটিশ মিউজিয়াম
ব্রিটিশ মিউজিয়াম ১ বিলিয়ন পাউন্ড মূল্যের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ পেতে যাচ্ছে, যা যুক্তরাজ্যের ইতিহাসে যেকোনো জাদুঘরের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে বিবেচিত হবে।
স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিরা ১ হাজার ৭০০টি চীনা সিরামিক পাত্র ব্রিটিশ মিউজিয়ামকে দান করার ঘোষণা দিয়েছেন। ১৫ বছর ধরে এই পাত্রগুলো মিউজিয়ামে ধার দেওয়ার পর এখন স্থায়ীভাবে দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি ব্রিটিশ ব্যবসায়ী স্যার পার্সিভাল ডেভিডের ব্যক্তিগত সংগ্রহ। তিনি ১৯৬৪ সালে মৃত্যুর পূর্বে ইউরোপ, জাপান, হংকং এবং চীন থেকে পাত্রগুলো সংগ্রহ করেছিলেন।
ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক ড. নিকোলাস কুলিনান বলেন, এটি একটি "অতুলনীয় ব্যক্তিগত সংগ্রহ", যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।
ব্রিটিশ মিউজিয়ামকে ২০০৯ সাল থেকে ধার দেওয়া সার পার্সিভাল ডেভিডের চীনা শিল্পকর্ম এবং বইয়ের সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা বাইলিংগ্যুয়াল (দ্বিভাষিক) রুম ৯৫-এ প্রদর্শিত হচ্ছে।
স্যার পার্সিভাল ডেভিড ১৮৯২ সালে মুম্বাইয়ের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার কাছ থেকে ব্যারনের খেতাব অধিগ্রহণ করেন এবং পরিবারিক ব্যবসার মালিকানা পান। ১৯১৪ সালে লন্ডনে ফিরে এসে তিনি চীনা শিল্পকর্ম সংগ্রহ করা শুরু করেন।
স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিরা জানিয়েছেন, স্যার ডেভিড চেয়েছিলেন, তার ব্যক্তিগত সংগ্রহটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং তাদের অনুপ্রাণিত করুক।
ড. কুলিনান বলেন, তিনি "সার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিদের উদারতায় অভিভূত"।
তিনি আরও বলেন, "এই ঐতিহাসিক বস্তুগুলো আমাদের সংগ্রহে একটি বিশেষ মাত্রা যোগ করেছে এবং একইসঙ্গে বিশ্বের পণ্ডিত, গবেষক এবং দর্শনার্থীদের চীনা শিল্পকর্মের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ অধ্যয়ন এবং উপভোগ করার অসাধারণ সুযোগ প্রদান করবে।"
নতুন সংগ্রহগুলো যুক্ত হওয়ার পর ব্রিটিশ মিউজিয়ামে চীনা সিরামিক পাত্রের সংগ্রহ ১০ হাজার পিসে পৌঁছাবে। এটি চীনা ভাষাভাষী অঞ্চলের বাইরে যেকোনো পাবলিক প্রতিষ্ঠানে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহগুলোর মধ্যে একটি হয়ে উঠবে।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংগ্রহ হলো– ১৩৫১ সালের ডেভিড ভাস (ফুলদানি), যেটি নীল ও সাদা সিরামিকের তারিখ নির্ধারণে বিপ্লব ঘটিয়েছিল; একটি চিকেন কাপ, যেটি চেংহুয়া সম্রাটকে মদ পরিবেশন করতে ব্যবহৃত হয়েছিল এবং ১০৮৬ সালের আশপাশে উত্তর সং রাজবংশের জন্য তৈরি করা রু সিরামিক।
স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশন অব চাইনিজ আর্টের চেয়ারম্যান কলিন শীফ বলেন, এই দানটি স্যার পার্সিভালের তিনটি প্রধান লক্ষ্য অর্জন করেছে।
শীফ বলেন, এগুলো হলো– "তার অনন্য সংগ্রহটি অক্ষুণ্ণভাবে সংরক্ষণ করা, প্রতিটি টুকরোকে একসঙ্গে জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সংগ্রহটি অনুপ্রেরণা ও শিক্ষা হিসেবে অব্যাহত রাখা।"
যুক্তরাজ্যের সৃজনশীল শিল্প, শিল্প ও পর্যটনমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট বলেন, "আমি আনন্দিত যে, এই বিশ্বখ্যাত চীনা সিরামিক পাত্রগুলো এখন ব্রিটিশ মিউজিয়ামে স্থায়ীভাবে প্রদর্শিত হবে, যেখানে এই সংগ্রহ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও আলোকিত করবে বহু বছর ধরে।
তিনি আরও বলেন, "আমি এই অস্বাভাবিক উদারতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং আশা করি এটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।"
পাত্রগুলো দান করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো ব্রিটিশ মিউজিয়ামের বিশ্বব্যাপী প্রদর্শনী সহায়তার অংশ হিসেবে চীনের সাংহাই মিউজিয়াম এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়ামে ধার দেওয়া হবে।
ব্রিটিশ মিউজিয়ামকে চীনা সিরামিক পাত্রগুলোর চূড়ান্ত মালিকানা স্থানান্তর করার প্রক্রিয়াটি চ্যারিটি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করবে।