৬.২ মিলিয়নে কলা কেনার ক্রেতা এবার বাংলাদেশি দোকানির ১ লাখ কলা কিনবেন
সদেবিজের কলা শিল্পকর্মের কলা যে দোকান থেকে কেনা হয়েছিল, সেই বাংলাদেশি ফল দোকানির কাছ থেকে ১ লাখ কলা কেনার ঘোষণা দিয়েছেন নিলামের ওই ক্রেতা। শুক্রবার (২৯ নভেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে এমন ঘোষণা দেন তিনি।
সদেবিজ-এর সমকালীন শিল্প নিলামে একটি কলা ৬.২ মিলিয়ন ডলারে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা—বিক্রি হয়েছে। কলাটি অবশ্য খেয়েও ফেলেছেন এর ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান।
কলাটি কেনা হয়েছিল এক বাংলাদেশির দোকান থেকে, নাম শাহ আলম। তার দোকান থেকে ৩৫ সেন্টে কেনা কলা যে পাশের সদেবিজের নিলামে ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে তা জানতেনও না তিনি। শুনে বেশ অবাক হয়েছিলেন।
নিজের বিক্রি করা কলার এমন আকাশচুম্বী দাম শোনার পর কাঁদতে শুরু করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ৭৪ বছর বয়সি শাহ আলম বলেন, 'আমি একজন গরিব মানুষ। আমার জীবনে এমন টাকা কখনও আসেনি; এত টাকা আমি কখনও দেখিনি।'
শাহ আলমের প্রতিক্রিয়া গভীরভাবে স্পর্শ করেছে কলাটির ক্রেতা জাস্টিন সানকে। তিনি বলেন, 'এই শিল্পকর্মে তার (শাহ আলম) ভূমিকা কোনোভাবেই অবহেলা করার মতো নয়।'
বাংলাদেশি এই ফল বিক্রেতাকে সহায়তা করতে তার কাছ থেকে ১ লাখ কলা কিনবেন বলে জানিয়েছেন জাস্টিন। এসব কলা তিনি বিনামূল্যে বিতরণ করবেন বলেও জানান।
ক্রিপ্টো বিশেষজ্ঞ জাস্টিন সান তার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করে বাংলাদেশি শাহ আলমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, 'শাহ আলমকে ধন্যবাদ জানাতে আমি নিউইয়র্কের আপার ইস্ট সাইডে তার দোকান থেকে ১ লাখ কলা কেনার সিদ্ধান্ত নিয়েছি। এই কলাগুলো তার দোকানের মাধ্যমেই বিশ্বব্যাপী বিনামূল্যে বিতরণ করা হবে। তবে কলা নিতে হলে একটি বৈধ আইডি কার্ড দেখাতে হবে।'
এছাড়াও, শাহ আলমের পাশে দাঁড়ানোর জন্য একটি গোফান্ড মি অ্যাকাউন্ট খোলা হয়েছে।