তুরস্কের নিরাপত্তা সূত্রের দাবি: উত্তর সিরিয়ায় পরাজয়ের দ্বারপ্রান্তে কুর্দি বাহিনী
তুরস্ক-সমর্থিত সিরিয়া বাহিনী উত্তর সিরিয়ার মনবিজ এলাকার প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তুরস্কের নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, তারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
সূত্রটি জানিয়েছে, "সিরিয়ান কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি বা পিকেকে-এর বিরুদ্ধে যুদ্ধে তারা প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে। মনবিজকে ওয়াইপিজি বা পিকেকের হাত থেকে মুক্ত করতে আকাশ ও স্থলপথে অভিযান চালানো হচ্ছে।"
উল্লেখ্য, মনবিজ দীর্ঘদিন ধরে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি বা পিকেকের নিয়ন্ত্রণে ছিল।