রাশিয়াকে আগামী দশকে ইউরোপে ন্যাটোর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ সোমবার (১৬ ডিসেম্বর) বলেন, মস্কোকে আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ মস্কোর পক্ষে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
পুতিনের প্রতিরক্ষাপ্রধান বেলুসভ এ বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাটো সামিট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক নীতির কথা উল্লেখ করে বলেন, মস্কোকে আগামী বছরগুলোতে আরও আক্রমণাত্মক ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে হবে।
বেলুসভ বলেন, "মধ্যমেয়াদি সময়ে যেকোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার ওপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নির্ভর করে। এর মধ্যে আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে একটি সম্ভাব্য সামরিক সংঘর্ষও অন্তর্ভুক্ত।"
তিনি ভবিষ্যতের সামরিক সংঘর্ষের প্রকৃতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কিছু পরিবর্তন এবং সংস্কারের কথা উল্লেখ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহিনী আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতি পরিকল্পনা এবং ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা উল্লেখ করেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শীঘ্রই ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে, যা মস্কোকে ৮ মিনিটের মধ্যে আঘাত করতে সক্ষম হবে।
একই সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, "ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ইতোমধ্যে কৌশলগত দিক থেকে পুরো যুদ্ধক্ষেত্রের শক্তভাবে নিয়ন্ত্রণ নিয়েছে। এই বছরেই ১৮৯টি জনবহুল কেন্দ্র মুক্ত করা হয়েছে।"
তিনি জানান, এ বছরের মধ্যে প্রায় ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা সৈন্য চুক্তিতে সই করেছেন, যা গত বছরের প্রায় ৩ লাখ সৈন্যের তুলনায় অনেক বেশি।
বেলুসভ বলেন, রাশিয়া এ বছর প্রায় ৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটার ইউক্রেনীয় অঞ্চল মুক্ত করেছে এবং প্রতিদিন প্রায় ৩০ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছে।
পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা রাশিয়াকে তার "রেড লাইন"-এ ঠেলে দিচ্ছে; যেটি এমন পরিস্থিতি যা রাশিয়া স্পষ্টভাবেই সহ্য করবে না এবং মস্কো এর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।
তিনি বলেন, "পশ্চিমা নেতারা নিজেদের জনগণকে শুধু মিথ্যা রুশ হুমকির ভয় দেখাচ্ছে এবং বলছে, আমরা সেখানে কাউকে আক্রমণ করতে যাচ্ছি।"
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, "এই কৌশল খুবই সহজ: তারা আমাদের 'রেড লাইন'-এ ঠেলে দেয়, যেখানে আমরা পিছিয়ে যেতে পারি না, তারপর আমরা প্রতিক্রিয়া জানানো শুরু করি এবং তারা তৎক্ষণাৎ নিজেদের জনগণকে ভয় দেখাতে শুরু করে।"
তিনি জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রের স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করে, তবে রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর নিজের সীমাবদ্ধতা তুলে নেবে।