৪০ বছর ধরে জাপানি গাড়ি নির্মাতার নেতৃত্বে থাকা ওসামু সুজুকি মারা গেছেন
বিশ্বখ্যাত জাপানি অটোমোবাইল কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনের সাবেক প্রধান ওসামু সুজুকি ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি প্রায় ৪০ বছর কোম্পানিটির নেতৃত্বে ছিলেন।
গত ২৫ ডিসেম্বর রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে, ওসামু লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।
ওসামু সুজুকি ১৯৫৮ সালে কোম্পানিতে যোগ দেন। সুজুকির এক প্রতিষ্ঠাতার কন্যাকে বিয়ে করার পর তিনি তাদের পদবী গ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কোম্পানির ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনেন।
তার নেতৃত্বে সুজুকি ছোট ও সাশ্রয়ী গাড়ি উৎপাদনে মনোযোগী হয়। এ সময় জাপানের পাশাপাশি ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হাঙ্গেরির মতো উদীয়মান বাজারেও ব্যবসা সম্প্রসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ছোট গাড়ির বাজারে প্রভাবশালী অবস্থান ধরে রাখার কৃতিত্বও তার।
ওসামু সুজুকির নেতৃত্বে কোম্পানির বিক্রয় দশগুণ বৃদ্ধি পায়। যদিও জাপানের তুলনায় সুজুকি আকারে ছোট, তবে ভারতে এর বাজার দখল ২০২৩ সালে ৪০ শতাংশ ছাড়িয়ে যায়।
২০১৫ সালে ৮৫ বছর বয়সে ওসামু সুজুকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। এরপর তার ছেলে তোশিহিরো সুজুকি দায়িত্ব গ্রহণ করেন।