শ্রীলংকায় ইসলাম অবমাননার দায়ে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড
ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে শ্রীলঙ্কার আদালত কট্টরপন্থি বৌদ্ধ সন্ন্যাসী গলগোডাত্তে গননাসারাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। খবর বিবিসির।
২০১৬ সালে এক সংবাদ সম্মেলনে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করে। শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা খুবই বিরল হলেও গননাসারা এর আগেও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য এবং সহিংসতার জন্য সমালোচিত হয়েছেন।
আদালত আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষিত হওয়া উচিত। গননাসারাকে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
২০১৯ সালে ছয় বছরের কারাদণ্ড থেকে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার পর এটি তার প্রথম শাস্তি। তবে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর রাজাপক্ষের ক্ষমতাচ্যুতি এবং তার দেশত্যাগের পরপরই জ্ঞানসারা নতুন করে গ্রেপ্তার হন।
এর আগে ২০১৮ সালে আদালতের অবমাননা এবং এক নিখোঁজ কার্টুনিস্টের স্ত্রীর প্রতি হুমকি দেওয়ার অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ক্ষমার কারণে মাত্র নয় মাস কারাভোগ করেন তিনি।
গননাসারা শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন, তবে আদালত আপিলের রায় না আসা পর্যন্ত জামিনে মুক্তি দেওয়ার আবেদন নাকচ করেছেন।