কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলা ১২০,০০০ সবুজ ইগুয়ানা হত্যার পরিকল্পনা করেছে তাইওয়ান
কৃষি খাতে ক্ষতিকর প্রভাব ফেলা ১ লাখ ২০ হাজার সবুজ ইগুয়ানা হত্যার পরিকল্পনা করেছে তাইওয়ান। তবে, প্রাণীগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণে মানবিক পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।
বন ও প্রাকৃতিক সংরক্ষণ সংস্থার চিউ কু-হাও এর মতে, প্রায় ২ লাখ ইগুয়ানা দক্ষিণ এবং কেন্দ্রীয় তাইওয়ান অঞ্চলে বাস করে। এই অঞ্চল কৃষির ওপর নির্ভরশীল।
বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত শিকারি দল গত বছরে প্রায় ৭০ হাজার ইগুয়ানা হত্যা করেছে। প্রতি ইগুয়ানার জন্য ১৫ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছিল।
স্থানীয় সরকার জনগণকে ইগুয়ানার বাসা চিহ্নিত করতে সাহায্য করতে বলেছে এবং তারা প্রাণী হত্যা করার জন্য মাছ ধরার তীরকে সবচেয়ে মানবিক পদ্ধতি হিসেবে সুপারিশ করেছে।
পিংতুং জেলার কৃষি বিভাগের লি চি-য়া বলেন, "অনেকেই এই প্রাণীগুলোকে ছোট পোষা প্রাণী হিসেবে কিনেছিল। কিন্তু তারা জানতো না যে এগুলো কতটা বড় হবে এবং দীর্ঘায়ু হবে। ফলে তারা সেগুলো বনে ছেড়ে দেয়। সেগুলো তাইওয়ানের পরিবেশে যথেষ্ট দ্রুত বৃদ্ধি পেয়েছে।"
লি চি-য়া আরও বলেন, "এটি তাদের দ্রুত বংশবৃদ্ধি করতে সাহায্য করেছে। আমাদের জন্য তাদের শিকার করা এবং প্রকৃতির ভারসাম্য পুনরুদ্ধার করা অপরিহার্য হয়ে উঠেছে।"
তাইওয়ানে সবুজ ইগুয়ানার কোনো প্রাকৃতিক শিকারি নেই। প্রাণীগুলো এমন জায়গায় বসবাস করতে শুরু করেছে বন এবং শহরের প্রান্তবর্তী অঞ্চলগুলোতে বসবাস করায়, সেগুলোকে সহজে ধরা যায় না।
পুরুষ সবুজ ইগুয়ানা ২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন ৫ কেজির কাছাকাছি হয় এবং ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। নারী সবুজ ইগুয়ানা একবারে ৮০টি ডিম দিতে পারে।
সবুজ ইগুয়ানা সাধারণত মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের প্রাণী। আক্রমণাত্মক না হলেও, এদের ধারালো লেজ এবং শক্তিশালী দাঁত থাকে।
তাইওয়ান রেপটাইল কনসার্ভেশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হু শুয়ে-চিয়েহ বলেন, তাদের সংগঠন চায় কৃষকদের কীভাবে নিরাপদে থাকবেন, তাদের সম্পত্তি রক্ষা করবেন এবং ইগুয়ানাদের মানবিকভাবে আচরণ করবেন তা শেখাতে।
তিনি বলেন, "আমরা এখানে আছি যাতে এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়।"
পিংতুংয়ের শাকসবজি চাষি সাই পো-ওয়েন বলেন, তাদের প্রশিক্ষণ কাজে আসছে। তিনি বলেন, "আমরা আগে এগুলোকে আক্রমণ করতাম, কিন্তু তা কোনো কাজে আসত না। এখন আমরা আরও কার্যকর এবং নিরাপদ পদ্ধতি শিখছি।"