ট্রাম্পের শুল্কযুদ্ধ আরও তীব্র হতেই ধাক্কা খেল এশিয়ার শেয়ারবাজার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করার পর সোমবার সকালেই ধাক্কা খেল এশিয়ার শেয়ারবাজারে।
বিনিয়োগকারীরা এখন সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় আছেন, যা বড় কোম্পানিগুলোর আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে।
কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আর চীন 'সমুচিত পাল্টা ব্যবস্থা' নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, তারা ট্রাম্পের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যাবে।
অন্যদিকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও অভিবাসন প্রবাহ ঠেকাতে এসব শুল্ক আরোপ জরুরি।
সোমবার সকালে হংকংয়ের হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স কমেছে ০.৭ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচকে পতন হয়েছে ২.৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে পতন হয়েছে ৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১.৯ শতাংশ।
চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজার চান্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে বন্ধ ছিল।
অন্যদিকে মার্কিন ডলার আরও শক্তিশালী হচ্ছে। চীনের মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে কানাডিয়ান ডলারের দাম ২০০৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য বিরোধের সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলছেন।
'বিনিয়োগকারীদের আরেকটি উদ্বেগের বিষয় হলো: ট্রাম্পের শুল্ক আরোপের তালিকায় পরের দেশ কোনটি হতে পারে।'
উইকএন্ডে ট্রাম্প প্রশাসন যে শুল্ক ঘোষণা করেছে, তার লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের তিন বৃহত্তম বাণিজ্য অংশীদার। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এখানেই থামবেন না।
'শিগগিরই' ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইনভেস্টমেন্ট ব্যাংক স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা সতর্ক করে বলেছেন, এই শুল্কারোপ হয়তো স্বল্পমেয়াদে মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা গুরুতর ঝুঁকি সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, 'বারবার শুল্ক আরোপ অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে উৎসাহিত করবে, যা ডলারের বৈশ্বিক ভূমিকা দুর্বল করে দিতে পারে।'
ট্রাম্প জানিয়েছেন, সোমবার তিনি কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে এই শুল্ক নিয়ে আলোচনা করবেন। নতুন শুল্ক মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে, আর চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর ধার্য হবে।