মারা গেছেন রে-ব্যানের মালিক লিওনার্দো দেল
মারা গেছেন চশমা প্রস্তুতকারক কোম্পানি এসিলরলুক্সটিকা (ইএসএলওএফ) এর চেয়ারম্যান এবং ইতালির অন্যতম ধনী ব্যবসায়িক ব্যক্তিত্ব লিওনার্দো দেল ভেকিও। খবর সিএনএন এর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তার কোম্পানির সূত্র সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় "এসিলরলুক্সটিকা দুঃখের সাথে জানাচ্ছে যে, আমাদের চেয়ারম্যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।"
ইতালির যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর মধ্যে একটি দেল ভেকিও-র। এতিমখানায় শৈশব কাটানো ছেলেটিই পরবর্তীতে ইউরোপের শীর্ষ ধনীদের একজনে পরিণত হন।
ইউরোপিয়ান ইকোনমি কমিশনার পাওলো জেন্টিলোনি টুইট করেছেন, "লিওনার্দো দেল ভেকিও একজন মহান ইতালীয় ছিলেন। তার গল্প আজকের এবং আগামীর জন্য একটি অনুপ্রেরণার মতোই।"
১৯৬১ সালে তিনি লুক্সটিকা প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটিই ছিল রে-ব্যানের মালিক। পরবর্তীতে ২০১৮ সালে লুক্সটিকা এসিলরের সাথে যুক্ত হয়ে প্রতিষ্ঠিত হয় এসিলরলুক্সটিকা।
২০২০ সাল পর্যন্ত কোম্পানির নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি।
এই বিলিয়নিয়ারের প্রসার তার নিজের ব্যবসার বাইরেও ছিল অনেকদূর পর্যন্ত। ২০২১ সালে ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, সেবছর দেল ভেকিও ছিলেন ইতালির দ্বিতীয় ধনী ব্যক্তি।