ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়ানো হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত
উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি সুবিধা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ (রোববার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র নিশ্চিত করেছে।
বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় করতে সরকার মার্চে প্রথম এই ভ্যাট সুবিধাটি চালু করেন। ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল।
গত ১৪ মার্চ সরকার উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের উপর ২০% ভ্যাট মওকুফ করে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত আরও তিন মাস ভ্যাট মওকুফের এ সুবিধা থাকবে।