ঈদযাত্রার দ্বিতীয় দিনেও বিলম্বে ছেড়েছে ট্রেন
ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুর থেকে কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে। তবে এই বিলম্ব খুব বেশি না হওয়ায় যাত্রীদের নেই কোনো অভিযোগ।
রংপুর এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলো ১৫ থেকে ৩০ মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছেড়ে যায়।
অন্যদিকে, সকাল ৯টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও সেটি প্ল্যাটফর্ম ছাড়ে সকাল সাড়ে ১০টার দিকে।
সকাল সাড়ে দশটার জামালপুর এক্সপ্রেস ছাড়ে ১৫ মিনিট দেরিতে। কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ে বেলা ১১টা ১৫ মিনিটে। সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও প্ল্যাটফর্ম ছাড়ে সাড়ে ১১টার পর।
জয়ন্তিকা এক্সপ্রেস এর যাত্রী সেলিম বলেন, "ট্রেনটি আধা ঘণ্টার মত দেরি করছে। তারপরও কোনরকম হুড়োহুড়ি ছাড়া ট্রেনে উঠে বসতে পেরেছি এবং আরামে যাত্রা করতে পারব এজন্য আমরা খুবই সন্তুষ্ট।"
"এছাড়া বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এজন্য খুবই ভালো লাগছে।"
তারেক নামক আরেক যাত্রী বলেন, "যে কষ্ট করে টিকিট কেটেছি সেই অপেক্ষায় ৩০ মিনিট কিছুই না। আর তাছাড়া তেমন ভিড় নেই আজ।"
"খুব আরামে ট্রেনে উঠতে বসতে পেরেছি এবং নিজের সিটে বসতে পেরেছি। আমরা সন্তুষ্ট," যোগ করেন তিনি।