চাই না সন্তানের জন্য আলিয়া ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক: রণবীর
বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। শীঘ্রই মা হতে চলেছেন তিনি। সন্তান জন্ম দেওয়ার পরও যেন নিজের কাজের ব্যস্ততা বজায় রাখেন তা-ই চান আলিয়ার স্বামী রণবীর কাপুর। পুরোদমে কাজ করে আলিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন সে আশাই করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আগাম চিন্তার কথা জানান অভিনেতা নিজেই।
রণবীর ও আলিয়া দু'জন মিলে একসঙ্গে তাদের সন্তানকে বড় করে তুলতে চান। যাবতীয় দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়েই পালন করবেন তারা। রণবীর বলেন, "আমি আর আলিয়া এটা নিয়ে অনেকদিন যাবতই কথা বলছি। আমরা দায়িত্ব ও সময় ভাগ করে নেব দু'জনে। যে সময়টায় আমরা বড় হয়েছি তখন বাবারা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। সবাই কমবেশি মায়ের কাছেই বড় হয়েছি। সেজন্য আমরা মায়েদের বেশি কাছের। কিন্তু আমি আমার সন্তানদের অনেক সময় দিতে চাই। ওরা আমারও অনেক কাছের মানুষ হবে, এমনটাই চাই।"
সম্প্রতি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি', 'আরআরআর'- এর মতো সিনেমা দিয়ে বক্স অফিস মাতিয়েছেন আলিয়া ভাট। অভিষেক হতে চলেছে হলিউডেও। স্ত্রীর এই সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা-ই চাওয়া রণবীরের। তার ভাষ্যে, "আলিয়া ইন্ডাস্ট্রিতে একজন ব্যস্ত তারকা। আমি চাই না আমাদের সন্তানের জন্য সে তার স্বপ্নগুলো ভাসিয়ে দিক। পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব আমরা।"
এপ্রিল মাসে বিয়ে করেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। জুনের শেষে ইন্সটাগ্রামে আলিয়া দেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আপাতত সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন এই দম্পতি। এরই পাশাপাশি দু'জনের কাজও এগিয়ে নিচ্ছেন সমান তালে। নতুন সিনেমা 'শামসেরা' র প্রচারণায় ব্যস্ত রণবীর। প্রকাশ পেয়েছে আলিয়ার নতুন ছবি 'ডার্লিংস' এরও টিজার।