ললিত মোদির সঙ্গে প্রেম সুস্মিতা সেনের, ভাই বললেন 'দিদি এখনো নিশ্চিত করেননি'
বৃহস্পতিবার রাতে টুইটারে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী বেশকিছু ছবি শেয়ার করে জানান তার সাথে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সম্পর্কের কথা। আর তাতেই হইচই পড়ে গেছে নেটিজেনদের মধ্যে!, সেই সাথে পুরো বলিউডপাড়াও যেন চমকে উঠেছে! কিন্তু অভিনেত্রীর এই সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন তার নিজের পরিবারও, এমনটাই দাবি করেছেন সুস্মিতার ভাই রাজীব সেন।
রাজীব জানিয়েছেন, এই খবর তাকেও অবাক করেছে। এদিকে ললিত সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করলেও, অভিনেত্রীর পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো পোস্ট বা বার্তা আসেনি।
সুস্মিতার সাথে সম্পর্ককে নিজের জীবনের এক নতুন শুরু বলে অভিহিত করেছেন ললিত। প্রথমে অভিনেত্রীকে নিজের 'বেটার হাফ' বলে উল্লেখ করলেও, পরে জানিয়ে দেন বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও শীঘ্রই করবেন।
সুস্মিতার ভাই, টিভি অভিনেতা রাজীব সেন জানিয়েছেন, 'আমিও অবাক হয়েছি। এ ব্যাপারে কোনো মন্তব্য করার আগে আমি আমার দিদির সঙ্গে কথা বলবো। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। তবে দিদির পক্ষ থেকেও কিন্তু এখনও কোনো নিশ্চয়তা আসেনি।"
প্রসঙ্গত, গত বছরের শেষদিকেই পুরনো প্রেমিক রোমন শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতা সেনের। দিনকয়েক আগে টুইঙ্কল খান্নার শো-তে এসে তাকে বলতে শোনা গিয়েছিল, 'জীবনে তিন বার আমি বিয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তবে সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছে। আমি বলতে পারব না ওদের জীবনে কী ভীষণ বিপর্যয় আসতে যাচ্ছিলো। সৃষ্টিকর্তা আমাকে আর আমার দুই সন্তানকে বাঁচিয়েছেন। আমি জানি উনি আমাকেও কোনো খারাপ বিষয়ে জড়াতে দেবেন না।'
প্রসঙ্গত, ললিতের প্রথম স্ত্রী ছিলেন মিনাল সাগরানি। ১৯৯১ সালে তাকে বিয়ে করেন ললিত। তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। ২০১৮ সালে ক্যান্সারে মারা যান মিনাল।