মেয়ে আইরার থেকে বিশেষ উপহার পেলেন সৃজিত
কাকাবাবু, ফেলুদার মতো নানা রহস্যকাহিনি বানিয়েছেন ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জী। যদিও পরিচালকের পছন্দের গোয়েন্দা এক বিদেশি চরিত্র। তিনি আগাথা ক্রিস্টির হারকিউল পা'হোর ভক্ত। আর প্রিয় সেই গোয়েন্দার ছবি উপহার পেলেন তিনি মেয়ে আইরার কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করে নিয়েছেন বেশ গর্ব করে।
'আমার প্রিয় মানুষটা আমার প্রিয় গোয়েন্দাকে এঁকেছে' লিখে ছবিটা শেয়ার করেন সৃজিত। যেখানে দেখা গেল খাতায় যত্নসহকারে এগ হেডেড ডিটেকটিভকে ফুটিয়ে তুলেছে আইরা। আর তারপর ড্রইংয়ের খাতার উপর মুখ রেখে শুয়ে আছে সে। সৃজিত বহুবার নিজের পা'হো প্রেমের কথা বলেছেন। আসলে গোয়েন্দাদের কাল্পনিক জগতে বরাবরই কড়া টক্কর পা'হো আর হোমসের। দুই চরিত্রই খুব জনপ্রিয় সব বয়সীদের মধ্যে।
ফেলুদা নিয়ে সৃজিতের দ্বিতীয় ওয়েব সিরিজ 'দার্জিলিং জমজমাট' ভালোই ভালোবাসা কুড়িয়েছে। দর্শক টোটা রায়চৌধুরীকে বেশ ভালোবাসাও দিয়েছে ফেলুদা হিসেবে। তবে পরিচালকের কপাল মন্দ বলিউডে। 'শের দিল' আর 'সাবাশ মিঠু' সেভাবে ছাপ ফেলতে পারেনি। তার চেয়ে বাংলা চলচ্চিত্র 'এক্স = প্রেম' নিয়ে মাতামাতি হয়েছে বেশি।
২০১৯ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। মিথিলা আর গায়ক-অভিনেতা তাহসানের কন্যা আইরা। প্রথম থেকেই সে সৃজিতের নয়নের মণি। দুই বাবার সঙ্গেই দারুণ সময় কাটাতে দেখা যায় আইরাকে।