ওআইসি, ডি-৮ ভুক্ত দেশের পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার
দুটি পৃথক বাণিজ্য চুক্তির অধীনে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন (ডি-৮) ভুক্ত দেশগুলো থেকে পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার।
কর্মকর্তারা বলছেন, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত রাজস্ব সংগ্রহের উপর বেশ নগণ্য প্রভাব ফেলবে। কিন্তু এতে দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।
২০ জুলাই অর্থ মন্ত্রণালয়ের একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশে ওআইসিভুক্ত দেশগুলো থেকে ৪৭৮ ধরনের পণ্য আমদানিতে শুল্ক কমানোর কথা উল্লেখ করা হয়।
কিন্তু এ ধরনের আমদানিতে ইতোমধ্যেই শুল্ক কমানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কসহ শুধুমাত্র ৪৭টি পণ্যের জন্য প্রযোজ্য হবে।
আইআরডি'র মূল প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এর কাস্টমস বিভাগ একই দিনে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করেছে।
অপর আদেশ অনুযায়ী, ডি-৮ ভুক্ত দেশগুলো থেকে ৩৫৬টি পণ্যে শুল্ক কমানোর কথা উল্লেখ করা হয়েছে। যদিও এসব পণ্যে আগে থেকেই শুল্ক কম থাকায় নতুন করে কোনো পণ্যেরই শুল্ক কমাতে হবে না।
এনবিআরের কাস্টমস বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওআইসিভুক্ত দেশগুলোর টিপিএস-ওআইসি এর আওতায় ২০০৩ সালের বেজ লাইনের ভিত্তিতে ৪৭৮টি পণ্যে ইমপোর্ট ডিউটি'র এই হার ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ওই সময় এসব পণ্যের প্রায় সবগুলোরই শুল্কহার ১০ শতাংশের উপরে ছিলো।
রাজস্ব বোর্ডের একজন শীর্ষ কাস্টমস কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের ২০২১-২২ অর্থবছরের অনুমান অনুযায়ী ওআইসিভুক্ত দেশগুলো থেকে আমদানির জন্য প্রায় ৬.৫ লাখ টাকা শুল্ক ছাড় দিতে হবে। আমরা রপ্তানিতে যে সামগ্রিক সুবিধা পাব তার তুলনায় এটি নগণ্য।"
সূত্র জানায়, আলোচ্য পণ্যগুলো আমদানিতে রাজস্বে কী ধরনের প্রভাব পড়বে তাও বিশ্লেষণ করেছে এনবিআর।
আবার যেহেতু ওআইসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ পণ্য রপ্তানিতে একই ধরনের সুবিধা পাবে, তাতে বাংলাদেশের জন্য সার্বিক বিবেচনায় লাভই হবে, বলেন তিনি।
সূত্র আরো জানায়, ২০১৩ সালের প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট অ্যামাং ডি-৮ মেম্বার স্টেটস এর আওতায় এসব শুল্ক কমানো হয়েছে।
বর্তমানে এসব পণ্যের শুল্ক হার ১০ শতাংশ বা তারও কম রয়েছে। ফলে কাগজে কলমে শুল্ক কমানো হলেও বাস্তবে নতুন করে আর কমানোর প্রয়োজন হবে না এবং এতে রাজস্বেও কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।
বাংলাদেশ ছাড়াও ডি-৮ ভুক্ত অন্য দেশগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক।
সূত্র জানায়, এখনো এই শুল্কহার কার্যকর করেনি মিশর ও পাকিস্তান।