মাঙ্কিপক্সে ইউরোপের প্রথম মৃত্যু স্পেনে
গতকাল শুক্রবার স্পেনে মাঙ্কিপক্স রোগের কারণে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।
এই রোগে ইউরোপের প্রথম মৃত্যু এটি। সাম্প্রতিক সময়ে প্রাদুর্ভাব ছড়ানোর পর আফ্রিকার বাইরে দ্বিতীয় মৃত্যু বলে মনে করা হচ্ছে।
এর আগে আফ্রিকা মহাদেশের বাইরে শুধু ব্রাজিলে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২২ শে জুলাইয়ের একটি প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী মাত্র পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সবই আফ্রিকান অঞ্চলে।
গত শনিবার দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবেকে একটি বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ডব্লিউএইচও, এটি সর্বোচ্চ সতর্কতার স্তর।
স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ বলেছে, দেশটিতে ৪,২৯৮ জন এ রোগে শনাক্ত হয়েছে।
যে ৩,৭৫০জন রোগীর তথ্য ছিল, এরমধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অর্থাৎ হাসপাতালে ভর্তির হার ৩.২% ।
স্বাস্থ্য মন্ত্রণালোয়ের একজন মুখপাত্র মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান।