নেদারল্যান্ডসে মেলায় গাছে পানি দিতে সরকারি সফরের প্রস্তুতি, বন্ধ চেয়ে রিট আবেদন
চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ব্যয়সংকোচনের নীতি গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে কিছুদিন আগে। তারপরও বিদেশে যাচ্ছেন সরকারি কর্মকর্তারা।
এ ধরনের অপ্রয়োজনীয় সরকারি সফর বন্ধে আদালতের নির্দেশনা চেয়ে রোববার (৩১ জুলাই) সকালে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়েছে।
এএসএম আল সনেট নামক বরিশালের একজন বাসিন্দা এ রিট আবেদন করে। রিটের পক্ষে রয়েছেন আইনজীবী ব্যারিস্টার সুমন। রিটে বিচার বিভাগীয় তদন্তের দাবিও করা হয়েছে।
ব্যারিস্টার সুমন জানান, বিভিন্ন ফাঁকফোকর দিয়ে সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন। এটা থামানোর জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।
তিনি বলেন, বিদেশে সফর বন্ধের প্রজ্ঞাপনের পরও ৩০টি জিও (সরকারি আদেশ) হয়েছে। এসব জিওর মাধ্যমে ১১৪ জন কর্মকর্তা বিদেশে সফর করছেন। কৃষি মন্ত্রণালয় থেকে নেদারল্যান্ডসের আলমেয়ারে চলমান একটি আন্তর্জাতিক হর্টিকালচার মেলায় কিছু লোক নিয়ে যাওয়া হচ্ছে। তারা সেখানে গাছে পানি দেবেন। এটা মকারি। কিছু কর্মকর্তা তাদের স্বামী বা স্ত্রীসহ সফর করেছেন।
এগুলোকে 'ফ্রড্যুলেন্ট প্র্যাকটিস' উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, পৃথিবী স্বাভাবিক থাকলে এসব মেনে নেওয়া যেত, যেখানে আমরা এমন সংকটে সেখানে প্লেজার ট্রিপ বন্ধ হওয়া দরকার।
সুমন জানান, আমরা দুর্নীতি দমন কমিশনকেও বলেছি, আদালত যদি আমাদের রিট আমলে নেন তাহলে যেন তদন্তের ব্যবস্থা করেন।
আগামীকাল রিট আবেদনটি আদালতের কার্যতালিকায় উঠতে পারে বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমন।