বৈষম্যবিরোধী আন্দোলন: ক্ষতিপূরণ, চিকিৎসাসহ ৫ বিষয়ে পদক্ষেপে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ ৫টি বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) উত্তরা এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মনির মুন্না হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটকারীর আইনজীবী রওশন আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
রিটে স্বরাষ্ট্র, আইন ও অর্থ সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনজীবী রওশন আলী জানিয়েছেন, রিটে পাঁচটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে:
ক্ষতিপূরণ প্রদান: রিটে আন্দোলনের সময় নিহত ও আহত ব্যক্তিদেরকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
তালিকা প্রণয়ন: নিহত ও আহতদের একটি পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে দ্রুত প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।
চিকিৎসা ও পুনর্বাসন: অনেক আহত ব্যক্তিদের জন্য উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে, বিশেষত গুরুতর আহতদের জন্য বিশেষায়িত যত্নের ব্যবস্থা করা।
ক্ষতিপূরণ-নীতি প্রণয়ন: ক্ষতিপূরণের মূল্যায়ন ও বণ্টনের জন্য একটি কমিটি গঠন করা, যেখানে সরকারি কর্মকর্তা, স্বাধীন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীদারেরা অন্তর্ভুক্ত থাকবেন। এ কমিটি ক্ষতিপূরণের মানদণ্ড, নির্দেশিকা ও নীতিমালা তৈরি করবে।
স্বাধীন কর্তৃপক্ষের প্রতিষ্ঠা: ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ করতে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন। এ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ তদারক করবে এবং তহবিল বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
আইনজীবী রওশন আলী জানিয়েছেন, আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।