কৃষক পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়েছে সরকার
বিশ্বব্যাপী ইউরিয়া সারের মূল্যবৃদ্ধিকে বিবেচনা করে, কৃষকদের জন্য প্রতিকেজি ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করেছে সরকার।
আজ সোমবার ( ১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
এদিকে বিশ্ববাজারে মূল্য বাড়লেও দেশের কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী সারের দাম বাড়াতে চান না বলে পাঁচদিন আগেই জানিয়েছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তারপরই দাম বৃদ্ধির ঘোষণা এলো।
নতুন নির্ধারিত মূল্য অনুসারে, ডিলার পর্যায়ে প্রতিকেজি ইউরিয়া সারের দাম আগে ১৪ টাকা হলেও, এখন থেকে তা ২০ টাকা হবে।
চলতি বছরে ইউরিয়া সারের চাহিদার প্রক্ষেপণ রয়েছে ২৬ লাখ টনের। এরমধ্যে সাড়ে ১০ লাখ টন উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশের কারখানাগুলোয়; বাকীটা আমদানি করতে হবে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি মাসে আমন ধান রোপণের জন্য ২ লাখ ৭৫ হাজার টন ইউরিয়া প্রয়োজন।
গত ২০ জুলাই কৃষিমন্ত্রী জানান, চাষবাসের জন্য অতি-দরকারি ইউরিয়া সার কেনার বিকল্প উৎস সন্ধান করছে কৃষি মন্ত্রণালয়।
এসময় তিনি জানান, বিশ্ববাজারে প্রতিকেজি ইউরিয়া সারের দাম ৭০-৮০ টাকা হলেও- স্থানীয়ভাবে উৎপাদিত সারের দাম ১৯ টাকা।