অফশোর ট্যাক্স অ্যামনেস্টি কালো টাকা দেশে আনার সুযোগ না: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বিদেশে অর্জিত বৈধ টাকা দেশে আনা সহজ করার সুযোগ অফশোর ট্যাক্স অ্যামনেস্টি।
তিনি বলেন, এর মাধ্যমে দেশ থেকে যাওয়া কালো টাকা আনার সুযোগ দেয়া হয়নি।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন পক্ষ থেকে এ বিষয়ে ভুল ব্যখ্যা দেয়া হচ্ছে।
"অবশ্য বাজেটে আনা নতুন এ পদক্ষেপে বিদেশ থেকে দেশে টাকা আনলে ওই টাকার উৎস সম্পর্কে কোন প্রশ্ন করা হবে না। এক্ষেত্রে কালো টাকা বা অপ্রদর্শিত টাকা আইডেন্টিফাই করার উপায় কী, এমন প্রশ্নের কোন সদুত্তর মেলেনি", বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের উপর বিদ্যমান ট্যাক্স কমানো হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন নির্দেশনা পায়নি এনবিআর। "এটি সরকারের পলিসি ডিসিশন, এনবিআরের নয়। বর্তমানে জ্বালানি তেল আমদানিতে ৩৪% ডিউটি-ট্যাক্স রয়েছে। নরবরাহ পর্যায়ের ভ্যাট যুক্ত হলে এর হার আরো বেশি।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা। সে হিসেবে, লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে ২৮৩৬২ কোটি টাকা।
গত ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসেবে রাজস্ব আদায়ে ১৬% রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
তবে, বাজেটে দেওয়া অর্থমন্ত্রীর ২০২০-২১ অর্থবছরের এনবিআরের রাজস্বের হিসাব অনুযায়ী, প্রবৃদ্ধি ১৫% এর কম।