বিপিসির সঞ্চিত আমানত দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধিকে এড়ানো যেত: সিপিডি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সঞ্চিত আমানত ব্যবহার করেই জ্বালানি তেলের ৫০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি এড়াতে পারতো সরকার। এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১০ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি'র কার্যালয়ে 'জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?' শীর্ষক আলোচনা সভায় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম একথা বলেন।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বিকেএমইএ'র সহ-সভাপতি ফজলে শামীম এহসান, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
গোলাম মোয়াজ্জেমের সাথে একমত পোষণ করে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, জ্বালানির এই মূল্যবৃদ্ধি দেশের মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।
তাই সিপিডি সরকারের প্রতি ডিজেল, পেট্রোল এবং অকটেনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে পুনর্বিবেচনা ও সংশোধনের আহ্বান জানিয়েছে। চলমান সংকট মোকাবিলায় কিছু সুপারিশও করেছে থিঙ্ক ট্যাঙ্কটি।
সুপারিশসমূহ...
- খোলাবাজারে বিক্রি করা পণ্যের সংখ্যা বাড়ানো
- রেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি
- দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বিপিসির ওপর কঠোর নজরদারি
- ছোট ব্যবসায়কে প্রণোদনা দেয়া
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক বলেন, 'ডিজেলের নদাম বাড়ার কারণে বিঘাপ্রতি জমি চাষাবাদের খরচ ১,০০০ টাকা বাড়বে। বোরো মৌসুমে এই খরচ হবে ৪ হাজার ৮০০ কোটি টাকা। এই বাস্তবতায় কৃষকদের উৎসাহিত করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে '।
এর আগে গত শুক্রবার সরকার জ্বালানি তেলের মূল্য ৪২.৫ শতাংশ থেকে ৫১.৬ শতাংশ বাড়ায়, যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। নিত্যপণ্য মূল্য ঊর্ধ্বমুখী থাকার এ সময়ে যা সাধারণ মানুষের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতিলিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করে। অকটেন ও পেট্রোলের দাম প্রতিলিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর ১২টা থেকে নতুন দাম কার্যকর করার কথা জানানো হয়।