বর্তমানের সব প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি: ডিএমপি কমিশনার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/08/14/dmp_commissioner.jpg)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি পৃথিবীর বাকি সব প্রধানমন্ত্রীর থেকে বেশি, সবসময় নিরাপত্তা ঝুঁকি থাকে প্রধানমন্ত্রীর।
"বাংলাদেশের কেন, পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন তিনি। তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। যারা হামলার পরিকল্পনা করেছিলো, তারা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য যাবতীয় সকল চেষ্টার সবগুলাই করেছেন। আমার বিশ্বাস আল্লাহ তার হায়াত রেখেছেন, তাই তিনি আমাদের মধ্যে আছেন।"
"প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা হয়েছে, সেজন্য তার নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। সবকিছু বিবেচনায় নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শোক দিবসের অনুষ্ঠানে দৃশ্যমান নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি অদৃশ্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে"।
রোববার (১৪ আগস্ট) শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর কেন্দ্রীক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিভিআইপি নিরাপত্তার বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশের সুযোগ থাকেন বলে উল্লেখ করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, "ধানমন্ডি ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা। ১৫ আগস্ট কষ্ট এবং শোকের সঙ্গে পালন করতে হাজার হাজার মানুষ ৩২ নম্বরে আসেন। সে অনুযায়ী এখানে নিরাপত্তা পররিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন করা হয়েছে। ভেন্যুগুলো ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টরের মাধ্যমে সুইপিং করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে।"
লেকে নৌ পুলিশ ও নৌ বাহিনীর পেট্রোল টিম থাকবে বলে জানান তিনি।
"দৃশ্যমান প্রতিটি জায়গায় নিরাপত্তা বলয় থাকবে। গত কয়েকদিন ধরে আশে-পাশের প্রতিটি আবাসিক হোটেল ও মেসে একাধিকভার নিরাপত্তা তল্লাশি চালনো হয়েছে। প্রধানমন্ত্রী ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে যাবেন, তাই সেখখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে", বলেন শফিকুল আলম।
কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক করে বলেন, "কোভিডের ঝুঁকি চলে গেছে বলতে পারিনা। যারা এখানে আসবেন অনুরোধ করবো ন্যূনতম নিজের নিরাপত্তার কথা ভেবে যেন একটি মাস্ক পরে আসেন। কারণ এখন লাখ লাখ লোক জমায়েত হবে।"