নিউজিল্যান্ডে নিলামে কেনা স্যুটকেসে মিললো মানব দেহাবশেষ, তদন্তে নেমেছে পুলিশ
স্থানীয় একটি গুদামের নিলাম থেকে বেশ কয়েকটি স্যুটকেস কিনেছিল নিউজিল্যান্ডের একটি পরিবার। অন্যান্য আরও জিনিসের সাথে পাইকারিভাবে কেনা স্যুটকেসগুলিকে সাধারণই ভেবেছিলেন তারা। কিন্তু, পরে সেগুলো খুলে পেয়েছেন মানব দেহাবশেষ।
এই আবিষ্কারে পিলে চমকে গেছে পরিবারটির। তাদের বাড়ি নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ডে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছেন।
অকল্যান্ড পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ডের ঘটনা। তারা ইতোমধ্যে খুনের তদন্ত শুরু করেছে। দেহাবশেষটি কার ছিল তা শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তাদের কাছে রিপোর্ট করা পরিবারটির কোনো সদস্য এই খুনের সাথে যুক্ত নয়। নেহাত দুর্ভাগ্যক্রমে স্যুটকেসগুলি কিনেছে তারা।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফিলো ফামানুইয়া ভায়ালুয়া জানান, জানতে পেরেছি গত বৃহস্পতিবার পরিবারটি স্থানীয় একটি গুদামের ডাকা নিলামে অংশ নেয়। সেখান থেকে তারা এক ট্রেইলার বোঝাই মালামাল কেনে। বাড়ি নিয়ে এসে মালামাল খুলে পরীক্ষা করার সময়েই এই ভয়ঙ্কর আবিষ্কার করে তারা।
পরিবারটির কয়েকজন প্রতিবেশী বলেছেন, পুলিশ আসার আগেই বাড়িটি থেকে তারা এক ধরনের পূতিগন্ধ পেয়েছিলেন।
একজন প্রতিবেশী জানান, ভয়াবহ দুর্গন্ধ শুঁকেই বোঝা যাচ্ছিল এটি কোনো পচা শবদেহের।
'সঙ্গে সঙ্গে কোথায় থেকে গন্ধ আসছে–তাও বুঝতে পারি– আমার প্রতিবেশীর বাড়ি থেকেই ছড়াচ্ছিল'।
পুলিশের ফরেনসিক টিম, বাড়িটির সামনেই একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগার স্থাপন করেছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, 'মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করাকেই তারা সবার আগে গুরুত্ব দিচ্ছেন। তার পরিচয় জানা গেলেই, কীভাবে মরদেহটি স্যুটকেসে এলো– সেই রহস্যের জট অনেকটাই কাটবে'।
- সূত্র: বিবিসি