চট্টগ্রামের ‘বাতিঘরে’র আদলে কলকাতায় ‘অভিযানে’র বুক ক্যাফে
কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ায় অভিযান বুক ক্যাফের যাত্রা শুরু হয়েছে।
বুক স্টোর ও ক্যাফে এখন একটি জনপ্রিয় ধারা। সেই ধারায় অভিযান বুক ক্যাফে পথচলা শুরু করল পুরো স্টোরজুড়ে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের (১৭৭৮-২০২২) ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে।
প্রায় ১০০ বছরের পুরোনো একটি ছাপার মেশিন রাখা হয়েছে অভিযান বুক ক্যাফেতে। প্রায় এক হাজার বর্গফুট জায়গা নিয়ে যাত্রা শুরু করা অভিযান বুক ক্যাফে পশ্চিমবঙ্গের প্রথম থিমনির্ভর বুক স্টোর।
ক্যাফেটির দেয়ালে স্থান পেয়েছে দুই বাংলার মুদ্রণ ও প্রকাশনায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংস্থার এবং তাদের কাজের ছবি। চায়ের কাপে স্থান পেয়েছে বাংলার প্রথম মুদ্রণের বর্ণমালা।
১৭৭৮ সালে হ্যালহেডের 'আ গ্রামার অভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' ছাপার মধ্যে দিয়ে বাংলা মুদ্রণের সূচনা। সেই বইয়ের ছবি, হ্যালহেড, উইলিয়াম কেরি, প্রথম বাঙালি প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্যের প্রকাশ করা অন্নদামঙ্গলের ভেতরের একটি ছবি, ঊনিশ শতকের কাঠখোদাই করে ছাপা বেশ কিছু ছবি।
এছাড়া বাংলাদেশের কাঙাল হরিনাথের প্রেস, মুক্তধারা প্রকাশনার চিত্তরঞ্জন সাহা, ইউপিএলের মহিউদ্দিন আহমেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সায়ীদ, অভ্রের স্রষ্টা মেহদী হাসান খান, একুশের বইমেলা, বাতিঘর ও রকমারি ডটকমের ছবিও রয়েছে এই গ্রন্থবিপণিতে।
অভিযান পাবলিশার্স-এর প্রকাশক মারুফ হোসেন জানান, এই বুক ক্যাফেতে ২৫ থেকে ৩০ জনের বসার জায়গা রয়েছে। বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে আছে কফি পানের ব্যবস্থাও।
উল্লেখ্য, অভিযান পাবলিশার্স মোহাম্মদ নাজিম উদ্দিন, শরীফুল হাসান, বাপ্পী খান, নাবিল মুহতাসিমসহ বেশ কয়েকজন বাংলাদেশি থ্রিলার লেখকের বই পশ্চিমবঙ্গ থেকে সঙ্গে প্রকাশ করেছে।