গাড়ি বিস্ফোরণে নিহত রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের মেয়ে
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ দার্শনিক ও রাজনৈতিক ধারাভাষ্যকার আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই দারিয়া দুগিনা মারা যান।
মস্কো থেকে ২০ কিলোমিটার পশ্চিমে একটি হাইওয়েতে স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়েতে বিস্ফোরণ ঘটার ফলে গাড়িটির টুকরোগুলো এদিক-সেদিক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়িটিতে আগুন ধরে গেছে এবং একটি বেড়ার সাথে গিয়ে ধাক্কা খেয়েছে এটি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাড়িতে একজন নারী ছিলেন এবং বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। কিন্তু নিহতের শরীর আগুনে এতটাই পুড়ে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি।
রুশ সদর দপ্তর এখনো নিহতের পরিচয় নিশ্চিত করেনি, তবে একাধিক রুশ টেলিগ্রাম চ্যানেল এবং গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গাড়ি বিস্ফোরণে নিহত নারী ৩০ বছর বয়সী দারিয়া দুগিনা। এদিকে দুর্ঘটনার পরপরই তার বাবা আলেক্সান্ডার দুগিনকে দুঃখভারাক্রান্ত অবস্থায় ঘটনাস্থলে দেখা গেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে তৈরি এক ধরনের বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিস্ফোরণের আসল কারণ কী বা কোনো উদ্দেশ্য নিয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা, সে ব্যাপারে তদন্তকারীরা এখনো কিছু নিশ্চিত করেননি।
এর আগে শনিবার সন্ধ্যায় আলেক্সান্ডার দুগিনকে মস্কোর একটি অঞ্চলে একটি ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবে 'ঐতিহ্য ও ইতিহাস' বিষয়ে বক্তৃতা দিতে দেখা গেছে। সেখানে তার মেয়ে দারিয়া দুগিনাও অতিথি হিসেবে ছিলেন। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুগিন তার মেয়ের সাথেই অনুষ্ঠান ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আলাদা গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরেই দারিয়া দুগিনা তার বাবার টয়োটা ল্যান্ড ক্রুইজার প্রাডো গাড়িটি নিয়ে বেরিয়ে যান।
বর্ষীয়ান রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিন তার কট্টর পশ্চিমা বিরোধী ও 'নব্য-ইউরেশীয়' দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।পশ্চিমা তাত্ত্বিক, বিশ্লেষক ও নীতিনির্ধারকরা দুগিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান কৌশলবিদ মনে করেন এবং তাকে 'পুতিনের মস্তিষ্ক' কিংবা 'পুতিনের রাসপুতিন' বলে আখ্যা দিয়েছেন। তার মেয়ে দারিয়া দুগিনাও ছিলেন একজন রাজনৈতিক ধারাভাষ্যকার।
সূত্র: আরটি অনলাইন