চট্টগ্রামে পৌঁছেনি সরকারি কিট, অনুদানের কিটে ২ জনের নমুনা সংগ্রহ
চট্টগ্রামে করোনা শনাক্তের জন্য সরকারিভাবে দেওয়া কিট এখনো পৌঁছেনি। বিদেশি একটি সংস্থার অনুদান দেওয়া কিটে বুধবার দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে বায়োসেফটি ল্যাবে চট্টগ্রামের রোগীদের করোনা শনাক্তের পরীক্ষা করা হচ্ছে।
বুধবার রাত ৮টার দিকে বিআইটিআইডি হাসপাতালের পরিচালক মো. হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সরকারিভাবে দেওয়া কিট এখনো আমরা হাতে পাইনি। আজ (বুধবার) রাতের মধ্যে কিটগুলো আমরা পাবো। বৃহস্পতিবার থেকে সরকারি কিটে করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।"
বিআইটিআইডির সূত্র জানায়, ফ্রান্সের একটি সংস্থা বিআইটিআইডি হাসপাতালে ১০০টি কিট দিয়েছিল। এগুলো দিয়ে এতদিন পরীক্ষা করা হয়নি। মঙ্গলবার রাতে সরকার এসব কিট ব্যবহারের অনুমতি দিয়েছে। বুধবার দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে বুধবার সংগৃহীত নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।
বিআইটিআইডি মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাকিল আহমেদ বলেন, করোনা নির্ণয়ে আরটি-পিসিআর পরীক্ষা করতে হয়। এটির ফলাফলে চার থেকে ছয় ঘন্টা সময় লাগে। আজকে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের ফলাফল এখনো মেলেনি। চট্টগ্রামে এ পর্যন্ত ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) পাঠানো হয়। এদের কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে দুইটি হাসপাতালে ১৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। পাঁচটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।