হিমালয়ের আরেক পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে নেপাল যাচ্ছেন এভারেস্টজয়ী নিশাত
পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত 'মানাসলু' আরোহণে নেপাল যাচ্ছেন দেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার।
ওরিয়ন গ্রুপের সার্বিক সহযোগিতায় এ পর্বত আরোহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ যাত্রায় নিশাতের সঙ্গী হচ্ছেন 'ওরিয়ন ট্রেক উইথ নিশাত' প্রতিযোগিতায় নির্বাচিত প্রজ্ঞা পারমিতা রায়। আগামী ২৯ আগস্ট তারা নেপাল যাবেন।
প্রজ্ঞা পারমিতা রায় মানাসলু পর্বতের বেইজ ক্যাম্প পর্যন্ত ট্রেকিং করার সুযোগ পাবেন।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। মানুষ মানুষকে স্বপ্ন দেখায়, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে আর নিশাতরা স্বপ্ন দেখাচ্ছেন নারীদের। বাঙালি সাধারণ মেয়ে, অথচ দুঃসাহসী কাজ করেন নিশাত মজুমদার।
তিনি বলেন, নিশাতের কাছে থেকে অনুপ্রেরণা পেয়েই এবার তার সঙ্গে যোগ দিয়েছেন আরেক মেধাবী ও দুঃসাহসী নারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা রায়।
তিনি বলেন, 'আমরা চাই, তারা বাংলাদেশের পতাকা পর্বতে উড়াবে। ফিরে এসে তারা তাদের দুঃসাহসী অভিযানের গল্প শোনাবেন'। বক্তব্য শেষে নিশাত মজুমদারের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন তিনি।
ওরিয়ন গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মো. আশফাকুল আলম বলেন, ওরিয়ন এ ধরনের কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।
এর আগেও প্রতিষ্ঠানটি এ ধারার কার্যক্রমে পাশে থেকেছে। নারীর উন্নয়নে আগামীতে ওরিয়ন গ্রুপ সব সময় পাশে থাকবে বলেন জানান তিনি।
এর আগে লিখিত বক্তব্যে অভিযাত্রীর সংগঠক মির্জা জাকারিয়া বেগ বলেন, ওরিয়নের এ পৃষ্ঠপোষকতা বাংলাদেশে পর্বতারোহণে নতুন মাত্রা যোগ করল। 'আমরা বিশ্বাস করি, ওরিয়ন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তেমনি নতুন প্রজন্মের মাঝে পর্বতারোহণ জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।'
নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায় কাঠমান্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার নামক স্থানে। বেশিশাহার থেকে শুরু হবে তাদের ট্রেকিং। প্রজ্ঞা পারমিতা রায় ওই পর্বতের বেইজ ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তার যাত্রা শেষ করে দেশে ফিরে আসবেন। আর নিশাত মজুমদার মানাসলু পর্বতের শীর্ষবিন্দু স্পর্শ করতে এগিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদও এসময় উপস্থিত ছিলেন।