বৃত্তের মাঝে দাঁড় করিয়ে খাদ্যসামগ্রী বিতরণ
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শহরের ফারুকী পার্কে নিরাপদ দূরত্ব বজায় রাখতে গোলবৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে মোট ৩৫টি পরিবাররের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। যাদেরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তাদের অধিকাংশই দিনমজুর ও প্রতিবন্ধী।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি তেল, এক কেজি লবন, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি চিনি, দুই কেজি আটা, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, দুইটি সাবান ও এক প্যাকেট বিস্কুট।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।